Apan Desh | আপন দেশ

ভূমি-গৃহহীনমুক্ত হলো ৫৮ জেলা, ৪৬৪ উপজেলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৮, ১১ জুন ২০২৪

ভূমি-গৃহহীনমুক্ত হলো ৫৮ জেলা, ৪৬৪ উপজেলা

ছবি: সংগৃহীত

আশ্রয়ণ প্রকল্পের অধীনে ১৮ হাজার ৫৬৬ ভূমি ও গৃহহীন পরিবার পেলেন। জমিসহ এসব ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন আরও ৭০ উপজেলা এবং ২৬ জেলা ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন তিনি। ফলে ভূমি ও গৃহহীনমুক্ত হলো দেশের ৫৮ জেলা ও ৪৬৪ উপজেলা।

মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ঈদের উপহার এসব ঘর হস্তান্তর করেন। এদিন কক্সবাজারের ঈদগাঁও, লালমনিরহাটের কালীগঞ্জ ও ভোলার চর ফ্যাশনের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন তিনি। এ সময় অনওয়েতে যুক্ত হয় ১৮০ উপজেলা।

আরও ৭০ উপজেলা এবং ২৬ ভূমি-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। এর আগে, মোট ছয় দফায় ৩২ জেলার সব উপজেলাসহ ৩৯৪ উপজেলাকে ভূমি-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। ফলে ৫৮ জেলা ও ৪৬৪ উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হলো।

আরও পড়ুন>> ‘কমিশন দ্বন্দ্বে’ জটিলতায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে

নতুন করে ভূমি ও গৃহহীনমুক্ত জেলাগুলো হলো— ঢাকা, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, নেত্রকোনা, কক্সবাজার, চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, সিরাজগঞ্জ, বগুড়া, সাতক্ষীরা, যশোর, খুলনা, নড়াইল, বাগেরহাট, বরগুনা, বরিশাল, হবিগঞ্জ ও সুনামগঞ্জ।

আশ্রয়ণ প্রকল্প এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে ঘর দেয়ায় এখন পর্যন্ত ৪৩ লাখ ৪০ হাজার ভূমি ও গৃহহীন মানুষ পুনর্বাসিত হয়েছে। এর মধ্যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসনের সংখ্যা ২৯ লাখ ১০ হাজার ২৬৫।

এছাড়া হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে পেশাভিত্তিক প্রশিক্ষণ ও ঋণ দেয়া হয়ে থাকে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে গড়ে তোলা হয়েছে গরুর খামার, দেয়া হয়েছে সেলাই মেশিনের কাজ। হাঁস-মুরগি, কবুতর পালন ও শাকসবজি উৎপাদনসহ কৃষিকাজের ব্যবস্থা করা হয়েছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়