
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুর থেকে জামায়াতের অর্ধশত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১১টায় পুলিশ জানায়, মিরপুর-১ এ ক্যাপিটাল মার্কেটের গ্লাসী চাইনিজ কনভেনশন সেন্টার থেকে তাদেরে আটক করা হয়।
দারুস সালাম থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, রাতে সংবাদ পেয়েছি জামায়াতের কিছু নেতাকর্মী মিরপুর-১ এ ক্যাপিটাল মার্কেটের গ্লাসী চাইনিজ কনভেনশন সেন্টারে গোপন বৈঠক করছে। তারা নাশকতা করতে পারে। সংবাদ পাওয়ার পরেই সেন্টারে অভিযান চালানো হয়। সেখানে বৈঠকরত অর্ধশত নেতাকর্মীকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে গেছে।
আটককৃতদের থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক কিনা খোঁজ নেয়া হচ্ছে।
আপন দেশ/এবি