Apan Desh | আপন দেশ

যৌন হয়রানির বাস্তবতা ফোটানোর অভিনব চেষ্টা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:৫১, ১১ এপ্রিল ২০২৪

আপডেট: ১৭:৫৫, ১১ এপ্রিল ২০২৪

যৌন হয়রানির বাস্তবতা ফোটানোর অভিনব চেষ্টা

ছবি সৌজন্যে:Peter Kneffel/dpa/picture alliance

সমাজে যৌন হয়রানির বাস্তবতা তুলে ধরতে জার্মানিতে নারী অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠন তিনটি ভাস্কর্যের দিকে সবার নজর আকর্ষণের চেষ্টা করেছে৷ সূত্র ও ছবি: ডয়েচে ভেলে 

মিউনিখের জুলিয়েট ক্যাপুলেট ভাস্কর্য ও ব্রেমেনের ‘ইয়ুথ' ভাস্কর্যের পেছনে এবং বার্লিনের নেপচুন ফোয়ারার অংশ ‘ফ্রাউ রাইন' ভাস্কর্যের সামনে প্ল্যাকার্ড স্থাপন করে টেয়ার ডে ফাম। নগ্ন নারীদের প্রদর্শন করা এসব ভাস্কর্যে দেখা যাচ্ছে, শরীরের অন্য অংশের চেয়ে স্তনের অংশটির রং হালকা হয়ে গেছে৷

এ থেকে বোঝা যায় ‘বেশিরভাগ সময় কোথায় স্পর্শ করা হয়', সোমবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে বলেছে ‘টেয়ার ডে ফাম' সংগঠন৷

মিউনিখের জুলিয়েট ক্যাপুলেট ভাস্কর্য ও ব্রেমেনের ‘ইয়ুথ' ভাস্কর্যের পেছনে এবং বার্লিনের নেপচুন ফোয়ারার অংশ ‘ফ্রাউ রাইন' ভাস্কর্যের সামনে প্ল্যাকার্ড স্থাপন করছিল টেয়ার ডে ফাম৷ এতে লেখা ছিল ‘যৌন হয়রানি চিহ্ন রেখে যায়'৷

শুক্রবার (৬ এপ্রিল) স্থাপন করা প্ল্যাকার্ডগুলো সোমবার তুলে ফেলা হয়৷ প্ল্যাকার্ডে একটি কিউআর কোড ছিল, যেটি স্ক্যান করে ভাস্কর্যগুলোর ছোট অডিও বার্তা শোনা গেছে৷

টেয়ার ডে ফাম বলছে, প্রতি তিনজনের দুজন নারী জীবনের কোনো না কোনো সময় যৌন হয়রানির শিকার হন৷

সংগঠনের মুখপাত্র জিনা টোঙ্ক এক বিবৃতিতে বলেন, যৌন হয়রানি এমন এক সমস্যা যা প্রায়ই তুচ্ছ বা উপেক্ষা করা হয়৷

তিনি বলেন, ভুক্তভোগীদের কথা শোনা ও অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে৷

আপন দেশ/এবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়