Apan Desh | আপন দেশ

মাত্র ১৪৮ দিনে হাফেজ হলো বালক

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৬, ২ এপ্রিল ২০২৪

আপডেট: ০০:০৭, ২ এপ্রিল ২০২৪

মাত্র ১৪৮ দিনে হাফেজ হলো বালক

ছবি : সংগৃহীত

মাত্র ১৪৮ দিন অর্থাৎ প্রায় পাঁচ মাসে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দারুল কোরআন মাদ্রাসার ছাত্র তৌহিদুল হাসান তাহসিন। তাহসিনের বয়স এখন মাত্র নয় বছর। এই বয়সেই নাজেরানা শেষ করে হাফেজ হতে এই মাদ্রাসায় ভর্তি হয় সে।

সোমবার (১ এপ্রিল) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে তাহসিনকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি প্রদান করেন শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা। তাহসিন উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের দশনা পাড়ার ইমাম হোসেনের চার সন্তানের মধ্যে সবচেয়ে ছোট।

কোরআনে হাফেজ হতে মা-বাবা ও শিক্ষকদের সার্বিক সহযোগিতা এবং দোয়া পেয়েছেন বলে জানান তাহসিন। তাহসিন বলেন, আমার শিক্ষকরা যেমন সহায়তা করেছে, তেমনি আমিও নিজেও এ সময় কোরআন হিফজ করতে অনেক সময় দিয়েছি। যে কারণে চার মাস ২৮ দিনে আমার পুরো কোরআন হিফজ সম্পন্ন হয়। এর জন্য আমি মহান আল্লাহর প্রশংসা করছি।  

তাহসিনের মা আয়েশা বেগম বলেন, আমার ছেলে খুবই ছোট। আল্লাহর অশেষ মেহেরবানি ও শিক্ষকদের সহযোগিতায় সে কোরআন হিফজ করা শেষ করতে পেরেছে। আমার ছেলে যেন অনেক বড় আলেম হতে পারে সে জন্য দেশবাসীসহ সকলের দোয়া চাই।

আরও পড়ুন <> ইতিকাফ ভঙ্গের কারণসমূহ

মাদ্রাসার পরিচালক হাফেজ হোসাইন আহমেদ চাঁদপুরী বলেন, তাহসিনের ঐকান্তিক ইচ্ছা, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা এবং তার পরিবারের সহযোগিতায় আল্লাহ তাকে খুব শৈশবেই এই মহা পুরস্কারে ভূষিত করেছেন। এজন্য আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করছি।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা খলিলুর রহমান জানান, আলহামদুলিল্লাহ, মাত্র ১৪৮ দিনে হেফজ সম্পন্ন করেছে তাহসিন। আমরা আশা করছি, সে হক্কানী আলেম হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে ।

মাদ্রাসা প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি বলেন, মাদ্রাসায় ৮০ জন শিক্ষার্থী রয়েছে।  সম্প্রতি বিভিন্ন কোরআন তিলওয়াত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এর মধ্যে তাহসিন মাত্র ১৪৮ দিনে কোরআন হিফজ সম্পন্ন করেছে। আমি দেশবাসীর কাছে দোয়া চাই সে যেন একজন ভালেঅ আলেম হতে পারে। একই সঙ্গে আমরা প্রত্যেক শিক্ষার্থীকে যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়