Apan Desh | আপন দেশ

জাকির নায়েক ওমানে, ভারতে ফেরানোর জোর চেষ্টা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২৩:২৮, ২৫ মার্চ ২০২৩

আপডেট: ২৩:৫০, ২৫ মার্চ ২০২৩

জাকির নায়েক ওমানে, ভারতে ফেরানোর জোর চেষ্টা

ফাইল ছবি

ধর্মীয় বক্তা জাকির নায়েক এখন ওমানে আছেন। দেশটিতে আলোচিত ভারতীয় এ নাগরিককে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হচ্ছে। তিনি কোরআন বিষয়ক দুটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ওমান গেছেন। এদিকে তাকে ভারতে ফিরিয়ে আনার জোর চেষ্টা চলছে। 

সম্প্রতি ভারতীয় গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। 

শুক্রবার (২৪ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী জানান, জাকির নায়েককে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু হয়েছে।

অরিন্দম বলেন, ‘জাকির নায়েকের বিরুদ্ধে ভারতে বহু মামলা রয়েছে। তিনি আইনের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছেন। আমরা বিষয়টি নিয়ে ওমানের সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা শুরু করেছি।’ 

ওমানের সঙ্গে ভারতের প্রত্যার্পণ চুক্তি আছে কিনা প্রশ্নে অরিন্দম বলেন, ‘এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত নই। আমাকে একবার খোঁজ নিতে হবে। ভারতের সঙ্গে কোন কোন দেশের প্রত্যার্পণ চুক্তি আছে তার তালিকা প্রকাশ্যেই আছে। আমার যত দূর মনে পড়ছে, ওমান সেই তালিকায় নেই।’

এদিকে বৃহস্পতিবার (২৩ মার্চ) ওমানে প্রথম অনুষ্ঠানে জাকির নায়েক বলেন, ‘ভারতের বেশিরভাগ হিন্দু আমাকে ভালোবাসে। তারা আমাকে এত ভালোবাসে যে এটি তাদের ভোট ব্যাংকে সমস্যা তৈরি করছিল। ভারতে যখন আমি কথা বলি তখন পাঁচ কোটি ১০ কোটি মানুষ উপস্থিত হন, বিশেষ করে বিহার এবং কৃষাণগঞ্জে, সেখানকার ২০ শতাংশ মানুষই থাকত অন্য ধর্মের।’

তিনি আরও বলেন, ‘যখন তারা আমার সঙ্গে কথা বলে তারা বলে জাকির ভাই গত দুই ঘণ্টার লেকচারে আমরা যা জেনেছি, আমাদের ধর্মের ৪০ ঘণ্টার লেকচারেও তা জানিনি।’

২০১৬ সালের শেষ দিকে জাকির নায়েকের সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার। হিংসা ছড়ানো, বন্দি করে রাখা ও ধর্মীয় সাম্প্রদায়িকতার ছড়ানোর মতো অভিযোগ আনা হয় জাকির নায়েক ও তার সংগঠনের বিরুদ্ধে। পরে ভারত ছেড়ে জাকির নায়েক ঠাঁই নেন মালয়েশিয়াতে।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়