Apan Desh | আপন দেশ

আইপিএলে দলও পেলেন জোসেফ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২৭, ১০ ফেব্রুয়ারি ২০২৪

আইপিএলে দলও পেলেন জোসেফ

ছবি : সংগৃহীত

শামার জোসেফের ভাগ্য স্বপ্নের মতো বদল হচ্ছে। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে ঐতিহাসিক এক টেস্ট ম্যাচ জিতিয়েছে। একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন উইন্ডিজ এ ক্রিকেটার। তারই ধারাবাহিকতায় এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন জোসেফ।

আইপিএলের ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টস ইংল্যান্ডের পেসার মার্ক উডের বদলি হিসেবে শামার জোসেফকে দলে ভিড়িয়েছে। তাকে পেতে ৩ কোটি রুপি খরচ করেছে লখনৌ। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগটির এবারের আসর শুরু হবে মার্চের শেষ দিকে। লখনৌর নেতৃত্বে আছেন লোকেশ রাহুল, কোচ জাস্টিন ল্যাঙ্গার। সতীর্থ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ও কাইল মায়ার্সদের পাবেন জোসেফ।

আরও পড়ুন<<>> বিপিএলে শতক হাঁকিয়ে যা বললেন হৃদয়

যদিও টি-টোয়েন্টিতে শামার জোসেফের অভিজ্ঞতা বলতে মাত্র দুই ম্যাচের। তাও সেটি গত বছর সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। দুই ম্যাচে ৮ ওভার বল করে একটি উইকেটও পাননি। জোসেফ আলোচনায় আসেন কিছুদিন আগে অস্ট্রেলিয়ার মাটিতে বল হাতে অসাধারণ পারফরম্যান্সে। দুর্দান্ত বোলিংয়ে দুই টেস্ট খেলে তুলে নেন ১৩ উইকেট। এর মধ্যে গ্যাবা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে নেন ৭ উইকেট। ম্যাচটি জেতার পাশাপাশি সিরিজ ড্র করে ওয়েস্ট ইন্ডিজ। 

সেই সিরিজে নায়ক বনে যাওয়া জোসেফ চুক্তিবদ্ধ হন পিএসএলের দল পেশোয়ার জালমিতেও। সংযুক্ত আরব আমিরাতে চলা আইএল টি–টোয়েন্টিতেও খেলার কথা ছিল তার। তবে টেস্ট সিরিজে পায়ে ব্যথা পাওয়ায় পরে আর খেলেননি।

আপন দেশ/এবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়