Apan Desh | আপন দেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের চমক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:০৮, ১৪ জানুয়ারি ২০২৩

আপডেট: ০১:২৫, ১৫ জানুয়ারি ২০২৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের চমক

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ইতিহাসের প্রথম অনূর্ধ্ব–১৯ নারী বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে বাংলাদেশের কিশোরীরা। নিজেদের প্রথম ম্যাচে আজ (১৪ জানুয়ারি) অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

আসরের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বেনোনিতে জয় পেয়ে চমক উপহার দিয়েছে বাংলাদেশ প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার মেয়েরা ৫ উইকেটে ১৩০ রান  করে। জবাবে ৩ উইকেট হারিয়ে ১২ বল হাতে রেখে পার করে বাংলাদেশ। 

অস্ট্রেলিয়ার ক্লেয়ার মুর ফিফটির দেখা পেলেও দলের জয় দেখতে পারেননি। অন্যদিকে জুনিয়র টাইগ্রেস দিলারা আক্তার ৪০ রানের স্কোরে জয় দেখেছেন। স্বর্ণা ও সুমাইয়ার ৬১ রানের অবিচ্ছিন্ন জুটিতে নিরাপদে জয়ের বন্দরে তরী নোঙর করে বাংলাদেশ।

এ গ্রুপের প্রথম ম্যাচেই জয় পেলো বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ছাড়া আছে শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র। 

আপন দেশ ডটকম/ সবুজ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়