Apan Desh | আপন দেশ

মেসিতে তাকিয়ে ফুটবল দুনিয়া

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:৩৬, ১৮ মে ২০২৩

আপডেট: ২১:৩৮, ১৮ মে ২০২৩

মেসিতে তাকিয়ে ফুটবল দুনিয়া

লিওনেল মেসি

পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। এর পর তিনি ‘মুক্ত’ এবং ‘স্বাধীন’। যেকোনো দেশে বা ক্লাবে পাড়ি দিতে পারবেন। মেসি এখন কী করবেন, সেটি একান্তই তাঁর ব্যাপার।

তবে পিএসজির সঙ্গে তাঁর সম্পর্কের সুতা কেটে গেছে। এখন তিনি নিষ্কৃতি চাইছেন ফরাসি ক্লাবটির কাছ থেকে। মুক্ত মেসি কোথায় যান; বার্সেলোনায় ফেরেন, নাকি সৌদি আরবে যান, কিংবা যুক্তরাষ্ট্রের মেজর লিগে ইন্টার মায়ামিতে নাম লেখান, সেটি দেখার অপেক্ষায় গোটা ফুটবল–দুনিয়া।

এদিকে লিওনেল মেসিকে পেতে অর্থের পরিমাণ বাড়িয়ে নতুন প্রস্তাব দিয়েছে সৌদি আরব। আর্জেন্টিনারে এই অধিনায়ককে ১ বছরের জন্য ৫০ কোটি ইউরো দেবে সৌদি আরব। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ হাজার ৮০০ কোটি টাকা। খবর রুরেসের।

এর আগে জানা গিয়েছিল, মেসিকে ২ বছরের জন্য পেতে সৌদি ৪০ কোটি ইউরো দেবে। খবর এএফপির,

আগামী মৌসুমে সৌদি আরবের ফুটবলে খেলার চুক্তি সেরে ফেলেছেন তিনি। এ খবর অবশ্য উড়িয়ে দিয়ে মেসির বাবা ও এজেন্ট হোর্হে বলেছিলেন, তার ছেলের সঙ্গে কোনো ক্লাবের চুক্তি হয়নি। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়