ফাইল ছবি
রেকর্ড ডেটের আগে আগামীকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) স্পট মার্কেটে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ড এবং এনভয় টেক্সটাইল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামী কার্যদিবস মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া সিটি ব্যাংক ও এনভয় টেক্সটাইল স্পট মার্কেটের লেনদেন আগামী বুধবার (১৪ ফেব্রুয়ারি) শেষ হবে। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি)।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।
আপন দেশ/এমআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।