Apan Desh | আপন দেশ

শেয়ার বাজারে টানা দরপতনের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৫, ১৯ মার্চ ২০২৪

শেয়ার বাজারে টানা দরপতনের প্রতিবাদে মানববন্ধন

ছবি: সংগৃহীত

শেয়ার বাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৯ মার্চ)। এদিন লেনদেন শুরুর কয়েক মিনিটের মধ্যে সূচকে বড় পতন ঘটে। এদিন নিয়ে টানা ৮দিন ধরে শেয়ার বাজারে দরপতন চলছে। এ পরিস্থিতিতে মানববন্ধনে নেমেছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ১২টায় রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরোনো ভবনের সামনে মানববন্ধন করেছেন। এ সময় বিভিন্ন ব্রোকারেজ হাউজের বিনিয়োগকারীরা মানববন্ধনে সমাবেত হন।

বিনিয়োগকারীরা বলেন, প্রতিদিন শেয়ার বাজারে বড় দরপতনের পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত। ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেয়ার জন্যই তারা কারসাজির মাধ্যমে বাজারে পতন ঘটাচ্ছে। এ চক্রটি নিয়ন্ত্রক সংস্থা-বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভাবমূর্তি নষ্ট করতেও তৎপর রয়েছে।

শেয়ার বাজারে দরপতনের পেছনে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে বলে তারা দাবি জানিয়েছেন।

এদিকে, দুপুর ১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৯.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮২৮ পয়েন্টে। শরিয়া সূচক ডিএসইএক্স ১৫.৩৩ পয়েন্ট কমে ১ হাজার ২৭০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯.০৮ পয়েন্ট কমে ১ হাজার ২৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে, অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ১৪০.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ২৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই সূচক ২৩২.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৬৯৭ পয়েন্টে, শরিয়া সূচক সিএসআই সূচক ১৬.৬৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৩ পয়েন্টে ও সিএসই৩০ সূচক ৩৯.৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৭৬ পয়েন্টে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়