Apan Desh | আপন দেশ

পতন দিয়ে শুরু হলো শেয়ারবাজারে বাংলা নতুন বছর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৭, ১৫ এপ্রিল ২০২৪

আপডেট: ১৯:১১, ১৫ এপ্রিল ২০২৪

পতন দিয়ে শুরু হলো শেয়ারবাজারে বাংলা নতুন বছর

ফাইল ছবি

ঈদ-নতুন বছরের ছুটির পর প্রথম কার্যদিবসে সূচক কমেছে ৮৫ পয়েন্ট। টাকার অঙ্কে ৩৬৭ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র বলছে, আজ দেশের প্রধান এ শেয়ার বাজারে সব সূচক ছিল নিম্নমুখি। ডিএসই প্রধান সূচক-ডিএসইএক্স ৮৫ পয়েন্ট কমে ৫ হাজার ৭৭৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ্ সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ২৬৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ২ হাজার ১৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে, সোমবার ডিএসইতে ৩৬৭ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানি লেনদেনে অংশগ্রহণ করেছিল; যার মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ৩৩৬টির এবং অপরিবর্তিত ছিল ২৭টি কোম্পানির।

এদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব মূল্য সূচক ছিল নিম্নমুখি। সিএসই প্রধান সূচক সিএএসপিআই কমেছে ১ শতাংশ, সিএসই৫০ সূচক কমেছে ১ দশমিক ৫ শতাংশ, সিএসই৩০ সূচক কমেছে ১ দশমিক ৬ শতাংশ, সিএসসিএক্স কমেছে ১ শতাংশ এবং সিএসআই কমেছে ০ দশমিক ৭৬ শতাংশ।

এদিন সিএসইতে মোট ৮ কোটি ৭৮ লাখ ৫৫ হাজার ৬৮ টাকার লেনদেন হয়েছে। মোট ১৭৯টি কোম্পানি লেনদেনে অংশগ্রহণ করেছিল; যার মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত ছিল ১২টির। 

আপন দেশ/টি/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কালশী ট্রাফিক বক্সে আগুন দিয়েছে আন্দোলনরত অটোরিকশা চালকরা বিএনপি নেতা ইশরাক কারাগারে মিরপুরে পুলিশ-অটোরিকশা চালকদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: ওবায়দুল কাদের বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন কেএনএ সদস্য নিহত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের উদ্যোক্তা হতে বললেন গুরুত্বপূর্ণ সফরে ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং রাজধানীর আগারগাঁও ও মিরপুর ১০ নম্বরে অটোরিকশা চালকদের বিক্ষোভ, মেট্রো স্টেশনের প্রবেশপথে তালা পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী ঢাকাসহ ১০ অঞ্চলের উপর দিয়ে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা জো বাইডেনের ‘ড্রাগ টেস্ট’ করতে বললেন ডোনাল্ড ট্রাম্প লিওনেল মেসির ইন্টার মায়ামি হারাল ডিসি ইউনাইটেডকে