Apan Desh | আপন দেশ

শেয়ার বাজারের দশ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৩, ৩০ এপ্রিল ২০২৪

আপডেট: ১৯:১০, ৩০ এপ্রিল ২০২৪

শেয়ার বাজারের দশ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ

আপন দেশ। ফাইল ছবি

শেয়ার বাজারের তালিকাভুক্ত ১০ কোম্পানি চলতি হিসাববছরে তাদের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো পরিচালনা পর্ষদের বৈঠকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন দেয়া হয়। মঙ্গলবার (৩০ এপ্রিল) তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) x কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, জিবিবি পাওয়ার লিমিটেড, বিডিকম অনলাইন লিমিটেড, আরামিট লিমিটেড, এইচআর টেক্সটাইল লিমিটেড, সাইহাম টেক্সটাইল মিলস লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, প্যাসিফিক ডেনিমস লিমিটেড, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ও মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।       

জিবিবি পাওয়ার:  তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিটি।
কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৫ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২৭ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ৬২ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ৮০ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ০৭ পয়সা।

বিডিকম অনলাইন লিমিটেড: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৪ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪০ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ৬৪ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ১ টাকা ১৬ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৭০ পয়সা।

আরামিট লিমিটেড: তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ১২ টাকা ১৪ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ১১ টাকা ৬৬ পয়সা লোকসান হয়েছিল।

আলোচিত সময়ের কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল -১.০৯ টাকা, যা আগের বছর ৩ টাকা ২৯ পয়সা ছিল।
গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১৬ টাকা ৫৮ পয়সা

এইচআর টেক্সটাইল লিমিটেড: চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ১৫ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ৫ টাকা ৮৯ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ২ টাকা ৪২ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১ টাকা ৩৩ পয়সা

সাইহাম টেক্সটাইল মিলস লিমিটেড: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪৭ পয়সা লোকসান হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ৪৪ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ৭৭ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪২ টাকা ৩৬ পয়সা।

সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৪ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ২ টাকা ২১ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ৬০ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা  ২০ পয়সা

কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৮ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ২৩ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ৭৪ পয়সা আয় হয়েছিল।
আলোচিত সময়ের কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১ টাকা ৯৯ পয়সা, যা আগের বছর ২ টাকা ২৯ পয়সা ছিল।

গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৬৪ পয়সা

প্যাসিফিক ডেনিমস লিমিটেড: প্রতি লোকসান হয়েছে ০৪ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ০৪ পয়সা আয় হয়েছিল। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির এমন চিত্র এসেছে।

অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ০২ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ১২ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৫৩ পয়সা।

সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড: এ কোম্পানির তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩ টাকা ১৩ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ৩ টাকা ৮২ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ৬ টাকা ৬৩ পয়সা আয় হয়েছিল।

আলোচিত সময়ের কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৮ টাকা ৩৫ পয়সা।

গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৪০ পয়সা।

মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৭ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ৩২ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে  ৭৭ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮০ টাকা ৪৯ পয়সা।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দুইদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং উপজেলা নির্বাচনে দুই ঘণ্টায় ৮ শতাংশ ভোট পড়েছে: ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় চলছে ভোটগ্রহণ আজ ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এবারেস্টজয়ী বাবর আলীর এবার লোৎসে জয় গাজায় গণহত্যা চালাচ্ছে না ইসরায়েল, বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আইসিসিতে গ্রেফতারি পরোয়ানার আবেদনে ব্যাপক ক্ষুব্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা