Apan Desh | আপন দেশ

গভীর রাতে ফেসবুকে পোস্ট দিয়েই শাবিপ্রবির ছাত্রের আত্মহত্যা

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫১, ৫ অক্টোবর ২০২৩

আপডেট: ১০:৫২, ৫ অক্টোবর ২০২৩

গভীর রাতে ফেসবুকে পোস্ট দিয়েই শাবিপ্রবির ছাত্রের আত্মহত্যা

আরিফ মিয়া: ফাইল ছবি

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরিফ মিয়া নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার ( ৫অক্টোবর ) আনুমানিক ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী।

আরিফ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা।

জানা যায়, আরিফ মিয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এল সেইফ নামক বাসায় থাকতেন। সেখানে ভোর ৪টার দিকে আত্মহত্যা করেন তিনি। 

তবে গলায় ফাঁস দেওয়ার আগে বুধবার দিবাগত রাত ১টার (আনুমানিক) দিকে আরিফ তার ফেসবুক পোস্টে লিখেছেন, 

‘বিষন্ন রজনী,

কিছু চাওয়ার নেই। কিছু পাওয়ার নেই।

ছাড়তে হবে চেনা গলি, চেনা রাস্তা, চেনা জগৎ।

দুনিয়াটা খুবই নিষ্ঠুর। দুনিয়াটা খুবই নিষ্ঠুর।

এই যে প্রেম, এই যে সৌন্দর্য, এই যে শরীর।

নিরর্থক।

এখানে স্রষ্টার নজর ও আসে না। সময় মেপে নিয়ম করে সূর্য-চন্দ্র জিইয়ে রাখে কিছু আকুল প্রাণ। জীবনটা এখানে কীটপতঙ্গের। ভালোবাসা এখানে স্থবির।’

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘কী কারণে সে আত্মহত্যা করেছে এখনো জানা যায়নি। তবে বিভাগের শিক্ষকদের কাছে শুনেছি, তার একটু মানসিক সমস্যা ছিল। এর আগেও একবার এমন ঘটনা ঘটাতে চেয়েছিল। ’

তিনি আরও বলেন, আমরা পরিবারের সঙ্গে কথা বলেছি, তারা রওনা দিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়