Apan Desh | আপন দেশ

কিশোরগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, নিহত ২

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৮, ৩১ অক্টোবর ২০২৩

আপডেট: ১৬:৩৯, ৩১ অক্টোবর ২০২৩

কিশোরগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, নিহত ২

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত হওয়ার কথা বিএনপি দাবি করলেও পুলিশ বলছে একজনের কথা। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে বিএনপির ডাকে চলমান তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন এ ঘটনা ঘটেছে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য (দফতরে সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারীও দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ছয়সুতি ইউনিয়নের কাওসারের ছেলে ছাত্রদল নেতা সেফায়েত উল্লাহ (২০) এবং একই ইউনিয়নের কৃষক দল সভাপতি বিল্লাল মিয়া (৩০)।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম দাবি করেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির দুইজন নিহত হয়েছেন। 

বাজিতপুর জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার রুখন উদ্দিন বলেন, কুলিয়ারচরে সংঘর্ষে শেফায়েত নামে একজনের মরদেহ হাসপাতালে রয়েছে। তিনি বড় ছয়সূতি গ্রামের কাওসার মিয়ার ছেলে।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

জনপ্রিয়