Apan Desh | আপন দেশ

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিকের মৃত্যু  

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০১, ১ ফেব্রুয়ারি ২০২৪

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিকের মৃত্যু  

ছবি: আপন দেশ

নোয়াখালীর বেগমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা সবাই নির্মাণ শ্রমিক বলে জানা গেছে। নিহতরা হলেন- জেলা সদরের উত্তর ওয়াফদা গ্রামের মো. জামাল মজুমদারের ছেলে শাকিল (২০), সোনাপুর এলাকার রিয়াজ (২৮) ও কুমিল্লার চান্দিনা এলাকার বাসিন্দা কামরুল (৩০)।    

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আবির চেয়ারম্যান বাড়ির সামনে পাইপ পাইলিংয়ের কাজ করছিলেন।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগেই ওই এলাকায় ব্যক্তি মালিকানা একটি ভবনের কাজ শুরু হয়। সকাল নয়টায় পাঁচজন শ্রমিক ঠিকাদারের অধীনে সেখানে কাজ করতে যায়। দুপুরে দুইজন শ্রমিক পাশের দোকানে নাশতা করতে যায়। অপর তিনজন কাজ করতেই থাকে। মাটি থেকে পাইলিংয়ের পাইপ টেনে তুলেন। এ সময় উপরে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হন তিন শ্রমিক। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

দুই শ্রমিক এসে তাদের পড়ে থাকতে দেখেন। পরে তাদের চৌমুহনী বাজারের হাসপাতালে নেয়া। হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

আপন দেশ/জিআর/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়