Apan Desh | আপন দেশ

মিয়ানমারের ২৩ ‘বিদ্রোহী’ আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৭, ৬ ফেব্রুয়ারি ২০২৪

মিয়ানমারের ২৩ ‘বিদ্রোহী’ আটক

ছবি: সংগৃহীত

মিয়ানমার সীমান্ত পেরিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে বাংলাদেশের ঢোকার চেষ্টা করেছে বিদ্রোহীরা। দেশটির বিচ্ছিন্নতাবদী একটি সংগঠনের সদস্য। তাদেরকে ধাওয়া করে গ্রামবাসী। তখন গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছুড়ে তারা। গ্রামবাসীরা চারটি আগ্নেয়াস্ত্রসহ ২৩ জন মিয়ানমারের বিদ্রোহীদের আটক করেছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের উখিয়ার রহমতের বিল গ্রামে ঢোকার সময় আটক হয়।

পালংখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল্লাহ বলেন, ‘বিদ্রোহীরা যখন সীমান্ত পেরিয়ে গ্রামে ঢোকার সময় তাদেরকে দেখি। এ কারণে তারা আমাদের গুলি করে। পরে আমরা তাদেরকে ধাওয়া করি।’

৫ নং ওয়ার্ডের বাসিন্দা মো. জাহেদ বলেন, ‘তারা গুলি করে পালানোর চেষ্টা করলে গ্রামবাসীরা তাদেরকে ঘিরে ফেলি। এ সময় আমরা ২৩ জনকে আটক করি। বাকিরা পালিয়ে গেছে।’

আরও পড়ুন>> বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বিজিপির ১১৭ সদস্য

পালংখালী ইউপি চেয়ারম্যান আবদুল গফুর বলেন, ‘গ্রামবাসীর সহযোগিতায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ২৩ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে তারা কোন সংগঠনের সঙ্গে জড়িত এখনও জানা যায়নি।’

তিনি আরও বলেন, ‘বিদ্রোহীদের এখানে একটি স্কুলে রাখা হয়েছে। সেখানে বিজিবি, পুলিশ ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত তারাই নেবেন।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, ‘২৩ জনকে গ্রামবাসী আটক করেছে। আমরাসহ সেখানে আরও কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছে। এ বিষয়ে পরে জানানো হবে।’

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়