Apan Desh | আপন দেশ

প্রথম ধাপের উপজেলা নির্বাচন 

পাবনায় চেয়ারম্যান হলেন যারা

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৪৪, ৯ মে ২০২৪

পাবনায় চেয়ারম্যান হলেন যারা

ছবি : আপন দেশ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। পাবনার তিনটি উপজেলায় বুধবার (৮ মে) নির্বাচন অনুষ্ঠিত হয়। 

বেড়া উপজেলায় হেলিকপ্টার প্রতীকের রেজাউল হক বাবু, সাঁথিয়ায় কাপ পিরিচ প্রতীকের সোহেল রানা খোকন ও সুজানগর উপজেলায় মোটরসাইকেল প্রতীকের আব্দুল ওহাব চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। 

রাতে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল জানান।

সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দেয়া তথ্যমতে,  বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু ২৯ হাজার ৬৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ঘোড়া প্রতীকের নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি ও  সাবেক পৌর মেয়র আব্দুল বাতেন পেয়েছেন ২৩ হাজার ৭৬৬ ভোট।

সাঁথিয়া উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা খোকন ৩৮ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আনারস প্রতীকের নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুল পেয়েছেন ৩৪ হাজার ৭১২  ভোট। 

আরও পড়ুন <> উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

এ ছাড়া সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওহাব ৬২ হাজার ৭৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আনারস প্রতীকের নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীন পেয়েছেন ৫৮ হাজার ৪৪২ ভোট।

বেড়া উপজেলায় মোট এক লাখ ৬৮ হাজার ভোটার রয়েছে। এ উপজেলায় চেয়ারম্যান পদে নয়, ভাইস চেয়ারম্যান পদে ছয় ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করেন। 

সাঁথিয়া উপজেলায় মোট তিন লাখ ২১ হাজার ২৬১ জন ভোটার রয়েছে। এ উপজেলায় চেয়ারম্যান পদে চার, ভাইস চেয়ারম্যান পদে তিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে একজন মৌখিকভাবে ভোট প্রত্যাহার করায় এ উপজেলায় চেয়ারম্যান পদে তিন জনের লড়াই হয়। 
এ ছাড়া সুজানগর উপজেলায় মোট দুই লাখ ৪৪ হাজার ১১৯ জন ভোটার রয়েছে। এ উপজেলায় চেয়ারম্যান পদে দুই, ভাইস চেয়ারম্যান পদে চার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

আপন দেশ/এএইচএন/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়