Apan Desh | আপন দেশ

জানুয়ারিতে পোশাক রফতানির রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪০, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৯:০৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

জানুয়ারিতে পোশাক রফতানির রেকর্ড

পুরোনো ছবি

একক মাস হিসেবে জানুয়ারিতে সর্বোচ্চ পোশাক রফতানি হয়েছে। পরিমাণের হিসেবে প্রায় ৫ বিলিয়ন ডলার। পাশাপাশি মোট ৫৭২ কোটি ৪৩ লাখ ডলারের পণ্যও রফতানি হয়েছে। যা আগে কখনও হয়নি। সার্বিক রফতানি আয়ে তা রেকর্ড। ওই মাসে প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ১১ শতাংশ।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বিশ্লেষণ করে পোশাক রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এসব তথ্য জানিয়েছে। সংগঠনের সভাপতি ফারুক হাসান বলেন, একক মাসের হিসাবে সর্বোচ্চ রফতানির রেকর্ড হয়েছে জানুয়ারিতে। গত মাসে ৪ দশমিক ৯৭ বিলিয়ন (প্রায় ৫ বিলিয়ন) ডলারের পোশাক রফতানি হয়েছে।

তিনি বলেন, চলতি ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয়ার্ধে পোশাক রফতানির চিত্র হতাশাজনক। তবে গত জানুয়ারিতে প্রবৃদ্ধি ইতিবাচক সূচকের দিকে বাঁক নিয়েছে। এ মাসে একটা বড় মাইলফলক স্পর্শ করেছি আমরা। এতে স্পষ্ট, নতুন বাজারে আমাদের অবস্থান শক্ত হচ্ছে। আমরা ধীরে ধীরে উন্নতি করছি।

আরও পড়ুন>> গরুর মাংস আগের পথে, বাজারে ‘আগুন’

বিজিএমইএ সভাপতি বলেন, আলোচ্য মাসে পোশাক রফতানি প্রবৃদ্ধি ১২ দশমিক ৪৫ শতাংশ। ওভেনে হয়েছে ৭ দশমিক ১৬ শতাংশ। নিট পোশাকে প্রবৃদ্ধি ১৭ দশমিক ৩২ শতাংশ। আশা করি, চলমান অর্থবছরের বাকি সময়ে আরও ভালো খবর আসবে। বিশ্ব বাণিজ্য ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

ফারুক হাসান বলেন, গত বছরের হলিডে সিজনে আমাদের প্রধান বাজার যুক্তরাষ্ট্র্র ও যুক্তরাজ্যে ব্যাপক বেচাকেনা হয়েছে। এতদিন তাদের গুদামে অনেক পণ্য মজুত ছিল। সেগুলো কমে এসেছে। ফলে এখন সেখান থেকে নতুন ক্রয়াদেশ আসার প্রবণতা বাড়বে। ২০২৪ সাল আমাদের ঘুরে দাঁড়ানোর বছর হতে পারে।

পোশাক রফতানিতে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। আর প্রথম অবস্থানে আছে চীন। বর্তমানে বিশ্ববাজারে বাংলাদেশের হিস্যা ৬ দশমিক ৪ শতাংশ। যেখানে চীনের হিস্যা প্রায় ৩১ শতাংশ।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়