Apan Desh | আপন দেশ

টিসিবির চিনি ১০০ নয়, ৭০ টাকাই বহাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৫, ৭ মার্চ ২০২৪

টিসিবির চিনি ১০০ নয়, ৭০ টাকাই বহাল

ফাইল ছবি

রমজান শুরুর আগেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। এর আগ ভর্তুকি মূল্যের চিনির দাম বাড়িয়েছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। এক লাফে কেজিতে ৩০ টাকা বেড়ে হয়েছে ১০০ টাকা। দাম বাড়ানোর ১২ ঘণ্টা না পেরোতেই সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে সংস্থাটি। প্রতি কেজি চিনি ১০০ টাকা নয়, ৭০ টাকায় বিক্রি করা হবে। 

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে আগের দামেই চিনি বিক্রির সিদ্ধান্তের কথা জানায় টিসিবি।

এর আগে, বুধবার চিনির দাম একলাফে কেজিতে ৩০ টাকা বাড়িয়ে ১০০ টাকা করে। পরে বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়ে সরকারি সংস্থাটি। ফলে বৃহস্পতিবার আগের দামে চিনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। চিনি ছাড়াও টিসিবির অন্য পণ্যগুলোর মধ্যে রয়েছে ১০০ টাকা লিটার দরে দুই লিটার ভোজ্যতেল, ৬০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১৫০ টাকায় খেজুর ও ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল।

আরও পড়ুন>> টিসিবির চিনি একলাফে ১০০ টাকা

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে সারাদেশে এক কোটি ফ্যামিলি কার্ডধারী পরিবারে ভর্তুকি মূল্যে পণ্য (ভোজ্য তেল-ডাল-চাল-চিনি) বিক্রি শুরু করেছে টিসিবি। এদিন সকাল সাড়ে ৯টায় তিব্বত মোড়ের ২০০ গজ পূর্বে কলোনি বাজার সংলগ্ন পলিটেকনিক মাঠে দ্বিতীয় পর্বের বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

এ বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান বা নির্ধারিত স্থান থেকে সিটি কর্পোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ এবং সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়