Apan Desh | আপন দেশ

সংসদে স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে গড়ে ৯৯০ জনের এক বেড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৭, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ২১:২১, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

হাসপাতালে গড়ে ৯৯০ জনের এক বেড

ছবি: সংগৃহীত

দেশের হাসপাতালগুলোতে প্রতি ৯৯০ জনের বিপরীতে একটি বেড রয়েছে। দেশে সরকারি বেড সংখ্যা ৭১ হাজার ৬৬০। আর বেসরকারি বেড সংখ্যা ৯৯ হাজার ৯৭৫। ২০২২ সালের হেলথ বুলেটিনের তথ্য এটি। বলেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের সরকারি হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর কাজ চলছে। ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ৫০ শয্যায়, ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত কর হবে। শূন্য পদে চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া চলমান। কমিউনিটি ক্লিনিক থেকে সর্বোচ্চ পর্যায়ের সরকারি হাসপাতালে বিনামূলে ঔষধ, চিকিৎসা সামগ্রী দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি জানান, ২০৩০ সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার। ইতোমধ্যেই বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য সরকার জাতীয় স্বাস্থ্য নীতি-২০১১ গ্রহণ, ‘স্বাস্থ্য সেবা অর্থায়ন কৌশলপত্র : ২০১২-২০৩২’ প্রণয়ন করেছে। প্রস্তাবনা অনুযায়ী, দারিদ্র্যসীমার নিচে বাসকারী পরিবারগুলোকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিতে সামাজিক স্বাস্থ্য বিমা পাইলট প্রকল্প শুরু করা হয়েছে। এছাড়া সরকারি চাকরিজীবি, পোশাক শ্রমিকদের জন্যও এ বিমা চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

আপন দেশ/এসএমএ

শেয়ার করুনঃ

জনপ্রিয়