Apan Desh | আপন দেশ

তরুণ-তরুণীদের আসল যৌন আকাঙ্খা কমছে

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২২:৫০, ১৩ জুন ২০২৩

আপডেট: ২২:৫১, ১৩ জুন ২০২৩

তরুণ-তরুণীদের আসল যৌন আকাঙ্খা কমছে

প্রতীকী ছবি

তরুণ-তরুণীদের নিয়ে একটি আন্তর্জাতিক সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। আগের প্রজন্মের তরুণ-তরুণীদের তুলনায় এই প্রজন্মের তরুণ-তরুণীদের মধ্যে যৌন আকাঙ্খা এবং চাহিদা কমে এসেছে।

বিশেষজ্ঞরা কোভিডকালের সেফ ডিসটেন্সিংকে এর জন্য  অনেকটাই দায়ী করলেও অত্যাধিক কম্পিউটার নির্ভরতা ও স্মার্ট ফোনের আসক্তিকেও কম দায়ী করেননি।

ক্যালিফোর্নিয়ার একদল সমীক্ষক ১৯ থেকে ৩০ বছর বয়সী একদল তরুণ-তরুণীকে প্রশ্ন করেছিলেন যে, গত এক বছরের মধ্যে তারা ক'বার যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন। ২০১৯ সালে ২৩ শতাংশ জানান- তারা এক বছরের মধ্যে একবারও যৌন সম্পর্কে লিপ্ত হননি। ২০২১ সালে এই হারটি দাঁড়ায় ২৯ শতাংশে। আর ২০২৩- এ ৩৮ শতাংশ জানিয়েছেন যে, গত এক বছরের মধ্যে তাদের কোনও যৌন সংসর্গ হয়নি। 

সমীক্ষকরা মনে করছেন, গোটা বিশ্বেই এক অবস্থা চলছে। ইদানিং স্মার্টফোন এত বেশি যৌন উপাদান সরবরাহ করছে যে, তরুণ-তরুণীরা আসল যৌনতায় আগ্রহ হারিয়ে ফেলছেন। আগের প্রজন্মের মানুষদের যৌনতায় আগ্রহ বেশি ছিল।

আপন দেশ/এবি

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

জনপ্রিয়