Apan Desh | আপন দেশ

গাজায় নিহত ২৬ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৪, ২৬ জানুয়ারি ২০২৪

গাজায় নিহত ২৬ হাজার ছাড়াল

ছবি: আল-জাজিরা

গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ৬৪ হাজার ৪৮৬ জন। তাদের অধিকাংশ নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণায়লের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আল-জাজিরা।

শুক্রবার (২৬ জানুয়ারি) মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ১৮৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

এর আগে, গাজায় ত্রাণের জন্য অপেক্ষারতদের ওপর হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হন। আহত হন ১৫০ জন।

আরও পড়ুন>> পাকিস্তানী গণমাধ্যমে ‘নিষিদ্ধ’ ইমরান খান

যুদ্ধ-বিধ্বস্ত উত্তর গাজার কুয়েত মোড়ে হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলি ট্যাংক থেকে তাদের লক্ষ্য করে গোলা ও গুলি ছোঁড়া হয়।

মূলত গাজায় হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। বিশেষ করে খান ইউনূসে।

সম্প্রতি গাজার অনেক গভীরে অভিযান শুরু করেছে ইসরায়েল। ফলে অবরুদ্ধ উপত্যকা থেকে রকেট হামলা কমেছে উল্লেখযোগ্য হারে।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার চলমান সংঘাত থেকে বোঝা যাচ্ছে, জাতিসংঘ ও বিশ্বের অন্যান্য সংস্থা তাদের কার্যকারিতা হারিয়ে ফেলেছে। একটি নতুন পরিচ্ছন্ন বিশ্ব গড়ে তোলার জন্য মুসলিম বিশ্ব ও অন্যান্য দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ইসরায়েলকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করে ফেলার আহ্বানও জানিয়েছেন ইব্রাহিম রাইসি। তিনি বলেন, ইসরায়েলকে এভাবে বিচ্ছিন্ন করে ফেললেই তাদের আগ্রাসন ও হত্যাযজ্ঞ বন্ধ করা সম্ভব হবে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়