Apan Desh | আপন দেশ

মালদ্বীপের শীর্ষ আইন কর্মকর্তাকে হাতুড়িপেটা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৮, ৩১ জানুয়ারি ২০২৪

মালদ্বীপের শীর্ষ আইন কর্মকর্তাকে হাতুড়িপেটা

হুসাইন শামীম। ছবি: এক্সের সৌজন্যে

মালদ্বীপের প্রধান কৌঁসুলি (প্রসিকিউটর জেনারেল) হুসাইন শামীম হামলার শিকার হয়েছেন। বর্তমানে এডিকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার আঘাতের তীব্রতা কতটুকু, তা নিশ্চিত হয়া যায়নি।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল। নির্ধারিত স্থানে সাইকেলে রেখে মালের নিজ বাড়িতে ঢুকছিলেন। আচমকা হাতুড়ি হাতে এক ব্যক্তি শামীমের ওপর আক্রমণ করে। এতে তার ডান হাতে আঘাত লাগে। 

জানা গেছে, শামীমের হাতের হাড় ফেটে গেছে। তাই তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মালদ্বীপ পুলিশের পক্ষ থেকে স্থানীয় সংবাদমাধ্যমে বার্তা পাঠানো হয়েছে। এতে বলা হয়, ‘প্রসিকিউটর জেনারেল হুসাইন শামীমকে এডিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত তদন্তে পাওয়া তথ্য বলছে, তাকে ধারালো কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়নি।’

শামীমের ওপর হামলার উদ্দেশ্য কী, তা জানা যায়নি। এখন পর্যন্ত হামলাকারীকে গ্রেফতার করা যায়নি। তবে পুলিশ বলেছে তদন্ত চলছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়