Apan Desh | আপন দেশ

রাম মন্দিরের মূর্তিকে প্রণাম করলেন আরিফ খান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৭, ৯ মে ২০২৪

রাম মন্দিরের মূর্তিকে প্রণাম করলেন আরিফ খান

ছবি: সংগৃহীত

ভারতের কেরালা রাজ্যের গভর্নর আরিফ মোহাম্মদ খান বুধবার (৮ মে) অযোধ্যার রাম মন্দির পরিদর্শন করেছেন। সেইসময় তিনি রামের মূর্তির সামনে মাথা ঠেকিয়ে প্রণাম করেছেন। খবর এনডিটিভির। 

এ নিয়ে সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছে কেরালার রাজ ভবন। তাতে জানানো হয়েছে, গভর্নর আরিফ রাম মন্দির পরিদর্শন করেছেন এবং দর্শন দিয়েছেন।  

সাংবাদিকদের আরিফ খান বলেছেন, ‘আমি জানুয়ারিতে দুইবার অযোধ্যায় এসেছিলাম। ওই সময়ের অনুভূতি আজও একইরকম। আমি অযোধ্যায় অনেকবার এসেছি। অযোধ্যায় এসে শ্রীরামের পূজা করা, এটা আমাদের জন্য শুধু সুখের বিষয় নয় বরং গর্বের বিষয়।’

দাফতরিক এক্স প্লাটফর্মে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, কেরালার গভর্নর খান রাম লাল্লা মূর্তির সামনে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন। আর পেছনে থেকে ‘জয় শ্রীরাম’ ধ্বনি শোনা যাচ্ছে। 

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়