Apan Desh | আপন দেশ

বিশ্ব মুসলিমদের ঈদের শুভেচ্ছা এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৫, ২৭ জুন ২০২৩

আপডেট: ১৮:১৬, ২৭ জুন ২০২৩

বিশ্ব মুসলিমদের ঈদের শুভেচ্ছা এরদোগানের

ফাইল ছবি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দেশ, জাতি ও গোটা বিশ্বের মুসলমানদের ঈদুল আজহা বা কোরবানির ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার (২৭ জুন) এক ভিডিও বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।

দেশটির সংবাদমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, ভিডিও বার্তায় তুর্কি নেতা বলেন, আমি দোয়া করি ঈদুল আজহা আমাদের পরিবার, আমাদের জাতি, মুসলিম বিশ্ব এবং সমগ্র মানবতার জন্য কল্যাণ বয়ে আনুক।

ভিডিও বার্তায় এরদোগান বলেন, ঈদুল আজহার এই ছুটিতে আমরা একটি জাতি হিসেবে আমাদের ঐক্য এবং আমাদের চিরন্তন ভ্রাতৃত্বকে স্মরণ করি। ঈদুল আজহা সংহতি এবং ভাগ (শেয়ার) করে নেয়ার মনোভাব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেয়।

আপন দেশ/জেডআই
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়