Apan Desh | আপন দেশ

কোরবানি

শেষহাটে ক্রেতার বাজেটে টান, বিক্রেতার মুখে হাসি

শেষহাটে ক্রেতার বাজেটে টান, বিক্রেতার মুখে হাসি

রাত পোহালেই খুশির ঈদ। কোরবানির এই ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় বসেছে পশুর শেষ হাট। এসব হাটে দেশি গরুর প্রধান্য ছিল বেশি। শেষবেলায় গুরুর দামটা একটু চড়া। ক্রেতার বাজেটে টান পড়লেও বিক্রেতার মুখে হাসি।হাটে মাঝারি আকারের গরুর চাহিদা ছিল বেশি। বাজার ঘুরে দামদর যাচাই-বাছাইয়ে ব্যস্ত ক্রেতারা। তবে ক্রেতারা দাবি করেছেন, অন্য বছরের তুলনায় এবার চড়া দাম। ছোট আকারের গরু ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। মাঝারি আকারের গরু লাখের নীচে দামই বলা যায় না। এক লাখ থেকে দুই লাখ টাকা দাম হচ্ছে।

০৭:৫৯ পিএম, ২৮ জুন ২০২৩ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement