Apan Desh | আপন দেশ

পূর্বনির্ধারিত ১০ দিনের ছুটি শেষে পিটার হাস এখন ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৭, ২৭ নভেম্বর ২০২৩

আপডেট: ১৪:৪০, ২৭ নভেম্বর ২০২৩

পূর্বনির্ধারিত ১০ দিনের ছুটি শেষে পিটার হাস এখন ঢাকায়

সস্ত্রীক পিটপার হাস, সংগৃহীত ছবি

পূর্বনির্ধারিত ১০ দিনের ছুটি কাটিয়ে সস্ত্রীক ঢাকায় ফিরলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে আনুষ্ঠানিকতা শেষে বিমান বন্দর ত্যাগ করেন।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটটি সোমবার কলম্বো থেকে সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা করেন। বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করেন।

এরআগে গত ১৬ নভেম্বর হঠাৎ করেই স্ত্রীসহ শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশে ঢাকা ছাড়েন পিটার হাস। আলোচিত এই মার্কিন রাষ্ট্রদূতের হঠাৎ ওই সফর ঘিরে নানা আলোচনা শুরু হয়।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রাষ্ট্রদূত পিটার হাসকে তলব করেছে ওয়াশিংটন প্রশাসন। এজন্য জরুরি ভিত্তিতে কলম্বো হয়ে যুক্তরাষ্ট্র যাবেন তিনি।

যদিও ওই দিনই বিষয়টি সঠিক নয় দাবি করে দূতাবাস সূত্র জানায়, মার্কিন রাষ্ট্রদূত ওয়াশিংটন যাচ্ছেন না। শ্রীলঙ্কা হয়ে ঢাকা ফিরবেন। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী ১০ দিনের ছুটিতে তিনি শ্রীলঙ্কায় বেড়াতে গেছেন।

এরপর ব্যাপক আলোচনার মধ্যে বিষয়টি নিয়ে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীনও। তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কোথায় আছেন সরকার তা জানে। কারণ, বাংলাদেশে যেসব বিদেশি রাষ্ট্রদূত আছেন তারা যখন স্টেশন ত্যাগ করেন, তা কূটনৈতিক পত্রের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়। তবে পিটার কোথায় গিয়েছিলেন তা প্রকাশ করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রসঙ্গত, ছুটিতে যাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে গত মাসের শেষের দিকে অবহিত করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সে জন্যই ২ নভেম্বর পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি। পিটার হাস ছুটিতে থাকাকালীন হেলেন লাফার্ভ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়