Apan Desh | আপন দেশ

বিশ্ব ব্যাংক ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫১, ২৩ জানুয়ারি ২০২৪

বিশ্ব ব্যাংক ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে

ছবি: এএফপি

রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য বিশ্ব ব্যাংক ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে বৈঠক হয়েছে। তারা রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে। এর মধ্যে ৩১৫ মিলিয়ন ডলার রোহিঙ্গাদের জন্য। আর বাকি ৩৮৫ মিলিয়ন ডলার রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য সফট লোন।

তিনি বলেন, বিশ্ব ব্যাংক সম্পর্ক বাড়ানোর কথা বলেছে। তারা আমাদের সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়াতে চায়।

এর আগে, উগান্ডায় জোট নিরপেক্ষ আন্দোলনের ১৯তম শীর্ষ সম্মেলন, ৭৭ জাতি গ্রুপ, চীনের তৃতীয় দক্ষিণ সম্মেলনে যোগদান শেষে মঙ্গলবার ঢাকায় ফেরেন পররাষ্ট্রমন্ত্রী।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়