Apan Desh | আপন দেশ

ঢাবি এলাকায় ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:০০, ১২ আগস্ট ২০২৩

ঢাবি এলাকায় ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ

প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের পাশের ময়লার স্তূপ থেকে দুই ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ আগস্ট) রাতে শাহবাগ থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মধ্যরাতে মরদেহ দুটি ঢাকা মেডিক্যাল  কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ সরদার জানান, রাতে ট্রিপল লাইনের মাধ্যমে এক নারী থানায় খবর দেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালযয়ের অমর একুশে হলের পাশে শিক্ষকদের আবাসিক ভবন গেট সংলগ্ন রাস্তা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

তিনি জানান, ঢাবির আনন্দবাজার এলাকার রাস্তায় ময়লার স্তূপে পুরাতন লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ছিল মরদেহ দুটি। দেখে ধারণা করা হচ্ছে, যমজ বাচ্চা। রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গাইনি বিভাগে যোগাযোগ করা হয়েছিল। তবে সেখানে কোনো যমজ ছেলে সন্তানের মৃত্যু হয়নি। তাই ধারণা করা হচ্ছে, বাইরে থেকে মৃত অবস্থায় ফেলে রেখে গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়