Apan Desh | আপন দেশ

এনআইডি সার্ভার চালু হয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪০, ১৬ আগস্ট ২০২৩

আপডেট: ১৬:৫২, ১৬ আগস্ট ২০২৩

এনআইডি সার্ভার চালু হয়েছে

-ফাইল ছবি

ঢাকা: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারের পরিষেবা আবারো চালু হয়েছে। রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার জন্য সাময়িকভাবে এই সেবা বন্ধ রাখা হয়েছিল।

বুধবার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (এনআইডি) এ কে এম হুমায়ুন কবীর।

তিনি বলেন, সাময়িকভাবে এনআইডি সেবা বন্ধ ছিল। এজন্য আমরা প্রথমে দুঃখ প্রকাশ করছি। এনআইডি সার্ভার রক্ষণাবেক্ষণসহ কিছু কাজের জন্য বন্ধ রেখেছিলাম। তবে এখন এনআইডি সেবা চালু করে দেওয়া হয়েছে।

এ কে এম হুমায়ুন কবীর বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের সার্ভার এখন চালু আছে। অন্যান্য কাজ চলমান। পত্রিকায় দেখেছি এসময় সার্ভারে থ্রেট আসতে পারে। আমরা চিন্তা করলাম, জাতীয় ডাটাবেজে সার্ভারটাকে বহন করব। এই ডাটাবেজের যে সার্ভার আমাদের কাছে এটা যদি হ্যাক হয়।

তিনি আরও বলেন, আমাদের লোকজন জানিয়েছেন, এই মুহূর্তে কোনো হুমকি নেই। এখান (এনআইডি সার্ভার) থেকে ১১৭টি প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকরাও সেবা পেয়ে থাকেন। সব মানুষের নিরাপত্তার জন্য এটা করছি। এখন সার্ভার চালু আছে, সার্ভার থেকে সেবা নিচ্ছে। যদি কোনো ফলস দেখতে পাই, তখন জাতির স্বার্থে আমরা সিদ্ধান্ত নেব কী করা যেতে পারে। জাতিকে ফলস কিছুর মধ্যে ফেলতে দেব না।

এনআইডি সেবা বন্ধ করার আগে পাবলিকলি না জানানো প্রসঙ্গে এনআইডি ডিজি বলেন, ১৭১টি প্রতিষ্ঠানকে জানিয়েছি যারা এখান থেকে সেবা নিয়ে থাকে। তবে পাবলিকলি জানাইনি কারণ একটা প্যানিক সৃষ্টি হতে পারে।

তিনি বলেন, আমরা সব সময় চেষ্টা করি এটাকে সচল রাখার জন্য। সবাইকে এনআইডি সেবা দেওয়ার জন্য। যারা ব্যাংকে কাজ করেন, ব্যাংকিং সেবা ও আর্থিক প্রতিষ্ঠানের সেবা দিয়ে থাকি। ১৪ আগস্ট রাত ১২টার দিকে আমরা এটাকে বন্ধ করে দিয়েছিলাম। বুধবার সকালে এটা চালু করা হয়েছে। রক্ষণাবেক্ষণ থেকে কিছু তথ্য আসলো যে, থ্রেট আসতে পারে তখন বন্ধ করেছি।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

জনপ্রিয়