Apan Desh | আপন দেশ

সাকিব দুঃসংবাদ নিয়ে মাঠে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১১, ৩১ আগস্ট ২০২৩

আপডেট: ১৫:১৩, ৩১ আগস্ট ২০২৩

সাকিব দুঃসংবাদ নিয়ে মাঠে

ফাইল ছবি

মাঠে নামার আগেই সাকিব আল হাসানের দুয়ারে দুঃসংবাদ। টাইগার খ্যাত এই অধিনায়ককে ডিঙ্গিয়ে ফের টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেট অর্জন করেছেন নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদি। বৃহস্পতিবার (৩১ আগস্ট) এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে বাংলাদেশ দল মাঠে  ।

বুধবার (৩০ আগস্ট) ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নিজের প্রথম ওভারেই জনি বেয়ারস্টোকে সাজঘরে ফিরিয়ে শীর্ষস্থান নিজের দখলে নেন তিনি। সাউদিকে টপকে সবচেয়ে বেশি উইকেট শিকারে রেকর্ডটি গড়েছিলেন সাকিব। এই তো গত মার্চে।

আরও পড়ুন <<>> বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব

১৪০ উইকেট নিয়ে সিরিজের প্রথম ম্যাচ শুরু করেছিলেন সাউদি। ইংল্যান্ডের বিপক্ষে ১ উইকেট নিয়ে ১৪১ উইকেটে এখন সাউদিই শীর্ষে। টিম সাউদি এই ইতিহাস হিসেবে অনেক দিনই রাখতে পারবেন দলটি। কারণ সাকিব পরবর্তী টি-টোয়েন্টি খেলবেন আগামী ডিসেম্বরে, এই নিউজিল্যান্ডের বিপক্ষেই।

এখনকার টি-টোয়েন্টিতে ১১১ ম্যাচে সাউদির উইকেট সংখ্যা ১৪১টি। ১১৭ ম্যাচে ১৪০ উইকেট নিয়ে তারপরেই আছেন সাকিব। সাকিব-সাউদির চেয়ে অনেক কম ম্যাচ খেলে ১৩০ উইকেট নিয়ে তিন নম্বরে আছেন রশিদ খান।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়