Apan Desh | আপন দেশ

চূড়ান্ত চাপে টাইগাররা, ভর করেছে হতাশায়

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০১, ৬ সেপ্টেম্বর ২০২৩

চূড়ান্ত চাপে টাইগাররা, ভর করেছে হতাশায়

ছবি: সংগৃহীত

নাঈম শেখও নিজের দায়িত্বটুকু ঠিকমতো পালন করতে পারলেন না। পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ২৫ বলে ধীরগতির ২০ রান করে তিনিও সাজঘরে ফিরেছেন এই ওপেনার।

হারিস রউফের প্রথম ওভারের পঞ্চম বলেই আউট হয়েছেন নাঈম। তার অনিয়ন্ত্রতি শটে শূন্যে ভেসে ওঠা ক্যাচটা নিজেই লুফে নিয়েছেন হারিস রউফ। একই বলারের প্রথম স্পেলের দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হয়েছেন তাওহিদ হৃদয়। ৯ বলে ২ রান করে সাজঘরে ফেরেন তিনি। 

ফলে পাকিস্তানের পেস ব্যাটারির আক্রমণে শুরুতেই অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে টাইগার শিবির।

নাঈমের আগে ফিরেছেন লিটন কুমার দাস। জ্বর কাটিয়ে দলে ফিরে পাকিস্তানের বিপক্ষে শুরুটা ভালোই করেছিলেন লিটন। ১৩ বল খেলা ইনিংসে চারটা চার হাঁকিয়ে লিটন তুলেছিলেন ১৬ রান। তবে শেষ পর্যন্ত পাকিস্তানের পেস সেনসেশন শাহিন শাহ আফ্রিদির বলটাকে ভালোভাবে সামলাতে না পেরে ক্যাচের শিকার হয়ে ঘরে ফিরেছেন লিটন।

এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খেয়েছে বাংলাদেশ। দলীয় রানের খাতা খোলার আগেই ওপেনার মেহেদী হাসান মিরাজ নাসিম শাহর শিকার হয়ে ফিরেছেন শূন্য রানে।

লাহোরে চলতি এশিয়া কাপে দ্বিতীয় বারের মতো ওপেন করতে নেমে গোল্ডেন ডাকের শিকার হয়েছেন মিরাজ। এর আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শতক হাঁকিয়েছিলেন এই অলরাউন্ডার। একই স্টেডিয়ামে বল হাতে উইকেট নিয়েও হয়েছিলেন ম্যাচ সেরা।

চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত। তার জায়গায় তিনে ব্যাট করতে নেমেছেন বাংলাদেশের নিয়মিত ওপেনার লিটন কুমার দাস। এর আগে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সাকিব আল হাসানের দল। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়