Apan Desh | আপন দেশ

ভারতের হারে যুবকের আত্মহত্যা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:৫৫, ২০ নভেম্বর ২০২৩

ভারতের হারে যুবকের আত্মহত্যা

বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত

বিশ্বকাপ ফাইনালে রোববার (১৯ নভেম্বর) অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে স্বাগতিক ভারত। দলের এমন পরাজয়ে হৃদয় ভেঙেছে দেশটির কোটি ভক্তের। ম্যাচ শেষে অনেকেই তাদের কান্না চেপে রাখতে পারেননি। আবার অনেকেই চুপ হয়ে যান। এরই মধ্যে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বেলিড়াতোড়ে রাহুল লোহার (২৩) নামে এক যুবক রোববার রাতে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

পরিবারের দাবি, বিশ্বকাপ ফাইনালে ভারতের হারে মানসিকভাবে ভেঙে পড়েন রাহুল। সেই শোক সামলাতে না পেরেই আত্মহত্যা করেছেন। খবর এনডিটিভি।

জানা গেছে রাহুল ক্রিকেটের বড় ভক্ত ছিলেন। ভারতের কোনও খেলা দেখা থেকে বিরত থাকতেন না। দেশের অন্যান্যদের মতো তারও আশা ছিল এবার চ্যাম্পিয়ন হবে ভারতই।

পরিবার জানিয়েছে, তিনি শাড়ির দোকানে কাজ করতেন। বিশ্বকাপের ফাইনাল দেখবেন বলে রোববার কাজে যাননি। বন্ধুদের সঙ্গে বেলিয়াতোড়ের সিনেমাহলের প্রোজেক্টারে খেলা দেখতে গিয়েছিলেন। ভারতের হার দেখে স্বপ্নভঙ্গের যন্ত্রণা বুকে নিয়ে বাড়িও ফিরেছিলেন। এর পর রাত ১১টার দিকে রাহুলের ঝুলন্ত দেহ দেখতে পান তার ভাই। সঙ্গে সঙ্গে উদ্ধার করে বেলিড়াতোড় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে বিরাট কোহলি আউট হতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনাটি মুর্শিদাবাদের বেলডাঙা থানার বড়ুয়া কলোনির। ওই ব্যক্তির নাম সুকুমার বন্দ্যোপাধ্যায়।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়