Apan Desh | আপন দেশ

নারী দলের প্রধান হলেন বাশার

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২০:০০, ২০ ফেব্রুয়ারি ২০২৪

নারী দলের প্রধান হলেন বাশার

ছবি: সংগৃহীত

আগের দুই নির্বাচককে হারাতে চায় না বিসিবি। মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমনকে একভাবে বিসিবিতেই রেখে দেয়া হবে। সেটাই হলো। সাবেক অধিনায়ক হাবিবুলকে নারী দলের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে নতুন দায়িত্ব নেন জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নারী কমিটির সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেল।

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার পর বাশারকে শুভেচ্ছা জানিয়েছেন নাদেল, নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

২০১৬ সাল থেকে জাতীয় পুরুষ দলের নির্বাচন প্যানেলের অংশ ছিলেন বাশার। আনুষ্ঠানিকভাবে ২৮ ফেব্রুয়ারি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে নির্বাচন কমিটিতে তার মেয়াদ শেষ হবে।

আরও পড়ুন>> ক্রিকেটের নতুন যুগ কেমন হবে!

নান্নুর স্থলাভিষিক্ত হয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। আর বাশারের জায়গায় দায়িত্ব পেয়েছেন হান্নান সরকার।

২০১৬ সালে পুরুষ দলের নির্বাচন প্যানেলের সদস্য হন বাশার। এর আগে নারী দল নির্বাচন প্যানেলে ছিলেন।

বিসিবির অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে টুর্নামেন্ট কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হবে। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়