Apan Desh | আপন দেশ

ডিভিডেন্ড ইপিএস ঘোষণার তারিখ জানালো ১৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২০, ৯ এপ্রিল ২০২৪

ডিভিডেন্ড ইপিএস ঘোষণার তারিখ জানালো ১৩ কোম্পানি

ফাইল ছবি

ডিভিডেন্ড ও শেয়ার প্রতি আয় (ইপিএস) প্রকাশের তারিখ ঘোষণা করেছে ১৩ কোম্পানি। এজন্য কোম্পানিগুলো বোর্ড সভা আহ্বান করেছে। এরমধ্যে ৮ কোম্পানি ডিভিডেন্ড প্রকাশ করবে। ৫ কোম্পানি তৃতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করবে। মঙ্গলবার (৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিভিডেন্ড দেবে যেসব কোম্পানি
বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড দিতে চায় উত্তরা ব্যাংক পিএলসি, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, শাহজালাল ইসলামি ব্যাংক পিএলসি ও এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড। ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত বোর্ড সভা করবে। ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিগুলো বোর্ড সভায় বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

ইপিএস প্রকাশ করবে যারা

শেয়ার প্রতি আয়ের পরিমাণ জানাতে সভা ডেকেছে অগ্নি সিস্টেমস, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, এস্কয়ার নিট কম্পোজিট, আমরা নেটওয়ার্কস ও ইজেনারেশন লিমিটেড। প্রতিষ্ঠানগুলো চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

কোম্পানিগুলোর মধ্যে উত্তরা ব্যাংকের বোর্ড সভা ১৫ এপ্রিল বিকাল ৩টায়, অগ্নি সিস্টেমসের ১৭ এপ্রিল বিকাল ৪টায়, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিমের ১৫ এপ্রিল বিকাল ৩টায়, এস্কয়ার নিট কম্পোজিটের ২৯ এপ্রিল বিকাল ৩টায়, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ১৭ এপ্রিল বিকাল ৩টায়, প্রাইম ব্যাংকের ১৫ এপ্রিল বিকাল ৩টায়, পূবালী ব্যাংকের ১৮ এপ্রিল বিকাল সাড়ে ৩টায়, মার্কেন্টাইল ব্যাংকের ১৬ এপ্রিল বিকাল ৩টায়, ডাচ বাংলা ব্যাংকের ১৭ এপ্রিল বিকাল ৩টায়, আমরা নেটওয়ার্কসের ১৬ এপ্রিল বিকেল ২টা ৩০ মিনিটে, ইজেনারেশন লিমিটেডের ২৮ এপ্রিল বিকাল ৪টায়, শাহজালা ইসলামি ব্যাংকের ১৭ এপ্রিল বিকাল ৩টায় ও এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের ২২ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

আপন দেশ/টি/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়