Apan Desh | আপন দেশ

ফের জালে ধরা পড়লো শাপলাপাতা মাছ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৩, ২৭ ডিসেম্বর ২০২৩

ফের জালে ধরা পড়লো শাপলাপাতা মাছ

ছবি: আপন দেশ

ফের নোয়াখালীর হাতিয়ায় জালে ধরা পড়লো শাপলাপাতা মাছ। এবার তিনটি মাছ ৭২ হাজার টাকায় কিনে নিয়েছে চেয়ারম্যান ঘাটের সাদিয়া ফিশ এজেন্সি। 

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে জেলেরা মাছগুলো ঘাটে আনলে উৎসুক জনতা ভিড় জমান। স্থানীয়ভাবে একে হাউস মাছ বলা হয়। 

শাপলাপাতা মাছগুলোর ওজন ৫০, ৬০ ও ৬১ কেজি করে। মাছ তিনটি ১৬ হাজার টাকা মণ দরে বিক্রি হয়।

সাদিয়া ফিশ এজেন্সির পরিচালক মো. বাবু বলেন, এক সপ্তাহ আগে জাহাজমারার কাটাখালির সামছু মাঝির জালে মাছগুলো ধরা পড়ে। আজ ভোরে ঘাটে আনলে ৭২ হাজার টাকায় আমরা মাছগুলো কিনে নেই।

গভীর সাগরে মাছগুলো ধরা পড়েছে বলে উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাইল জানান।
 
আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ