Apan Desh | আপন দেশ

বেল নিয়ে লঙ্কাকাণ্ড, প্রাণ গেল যুবকের

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪২, ২ মে ২০২৪

আপডেট: ১৯:৪৩, ২ মে ২০২৪

বেল নিয়ে লঙ্কাকাণ্ড, প্রাণ গেল যুবকের

রাজিব হোসেন, সংগৃহীত ছবি

টাঙ্গাইলের ভাদ্রা ইউনিয়নে বেল পাড়া নিয়ে বৃহস্পতিবার (২ মে) দুপুরে দুপক্ষের সংঘর্ষে রাজিব হোসেন নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুপক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।

নিহত রাজিবের বাবার নাম আলম মিয়া। তিনি বীর মুক্তিযোদ্ধা। রাজিব ভাদ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।

স্থানীয়রা জানায়, ভাদ্রা গ্রামের আজাহার ও রাজিবের মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনাদিন সকালে বিরোধপূর্ণ জমিতে একটি বেল গাছ থেকে বেল পাড়া নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে আজাহার ও তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে রাজিবকে কোপাতে থাকে। এ সময় পরিবারের লোকজন বাধা দিতে গেলে তাদেরও কুপিয়ে আহত করা হয়।

আহতদের উদ্ধার করে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন। 

নাগরপুর থানার ওসি এইচএম জসিম উদ্দিন জানান, ঘটনাটি দু:খজনক। সামান্য কারণে একটি তরতাজা প্রাণ ঝড়ে গেল। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়