Apan Desh | আপন দেশ

পুলিশ পরিচয়ে ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০০, ৬ মে ২০২৪

পুলিশ পরিচয়ে ডাকাতি

ছবি: আপন দেশ

নোয়াখালীর পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গৃহস্থের অভিযোগ, মুখোশ পড়া ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। তারা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও দুইটি মোবাইল ফোন লুট করেছে। 

রোববার (৫ মে) দিবাগত রাত দুইটার দিকে জেলার সেনবাগ উপজেলার বীজবাগ ইউপির বালিয়াকান্দী সাত নম্বর ওয়ার্ডের ফজু মুন্সির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। 

পরিবারের সদস্যর জানান, রাতে  ৫/৬ জনের একদল সশস্ত্র ডাকাত বাড়ির কলাপসিবল গেট ও কাঠের দরজা ভেঙে ভেতরে ঢোকে। নিজের পুলিশ হিসেবে পরিচয় দেয়। তবে মুখোশ পড়া ছিল। তারা বাড়ির নারী ও শিশুদের জিম্মি করে। নগদ ৮৫ হাজার টাকা, চার ভরি স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল ফোন নিয়ে গেছে ডাকাতদল। পরে ৯৯৯ এ ফোন করলে পুলিশ আসে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন জানান, ঘটনা তদন্ত চলছে। তবে ডাকাত দলের হামলায় কেউ আহত হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়