Apan Desh | আপন দেশ

সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযানে চার দোকানীর জরিমানা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৫, ১৮ মে ২০২৩

সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযানে চার দোকানীর জরিমানা

ছবি : আপন দেশ

নীলফামারীর সৈয়দপুরে প্রসাধনীর বিভিন্ন দোকানে ভেজাল বিরোধী অভিযান করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে শহরের মনিহারি মার্কেট (চুড়িপট্টি) যৌথভাবে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন ব্রান্ডের নকল ও বিএসটিআই এর অনুমোদন এবং মেয়াদোত্তীর্ণ কসমেটিকস্ বাজারজাত করার অপরাধে চার দোকান মালিকের ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ওই মার্কেটের অধিকাংশ ব্যবসায়ী জরিমানা থেকে রক্ষা পেতে তাদের দোকান বন্ধ করে সটকে পড়েন। যৌথ ওই অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম, সৈয়দপুর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আলতাফ হোসেন সরকারসহ থানা পুলিশ সদস্যরা। 

অভিযানে শহরের শহীদ ডা: শামসুল হক সড়কের নাজ কসমেটিকস দোকানে ভারত থেকে অবৈধপথে আনা অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ, নামী ব্র্বান্ডের নকল পণ্য বিক্রির দায়ে ১০ হাজার, একই অপরাধে মনিহারি মার্কেটের ওয়াহাব কসমেমেটিকস ও সাজু কসমেটিকস দোকানে ৬ হাজার করে ১২ হাজার এবং আরিফ জরি হাউজে ৫ হাজার টাকাসহ মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়