Apan Desh | আপন দেশ

ওষুধ বিক্রেতা যখন ডাক্তার, অতঃপর গুনতে হলো ৫০ হাজার টাকা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৮, ১৭ জুলাই ২০২৩

আপডেট: ০২:১২, ১৮ জুলাই ২০২৩

ওষুধ বিক্রেতা যখন ডাক্তার, অতঃপর গুনতে হলো ৫০ হাজার টাকা

ছবি : আপন দেশ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ডাক্তারের সিল ব্যবহার করায় ও বিক্রির উদ্দেশে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় এক দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দোকানীর নাম তানভীর। তিনি উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া জনতা বাজারে ফার্মেসি পরিচালনা করেন।  

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার নলুয়া জনতা বাজারের তানভীরুল ইসলামের ফার্মেসিতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ।

>>> আরও পড়ুন : নোয়াখালীতে ইশরাকের বহরে হামলা, বিএনপির ১৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফার্মেসি দোকানদার হয়ে ডাক্তারের সিল ব্যবহার করায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে ফার্মেসিতে রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ওষুধ উপস্থিত সকলের সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কবিরহাট থানার একদল পুলিশ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়