Apan Desh | আপন দেশ

একীভূত করে খারাপ ব্যাংককে ভালো করা যাবে না: ড. ফরাসউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৩, ২ মে ২০২৪

একীভূত করে খারাপ ব্যাংককে ভালো করা যাবে না: ড. ফরাসউদ্দিন

ছবি: সংগৃহীত

এক ব্যাংকের সঙ্গে অন্য ব্যাংকে একীভূত করে খারাপ ব্যাংককে ভালো করা যাবে না। এ মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।‌ তিনি বলেন, দুর্বল ব্যাংককে ভালো ব্যাংক হিসেবে পরিণত করার আন্তর্জাতিক পদ্ধতি মার্জার বা একীভূতকরণ। একীভূতকরণে উভয় ব্যাংকের সম্মতি থাকতে হবে। জোর করে ব্যাংকের একীভূতকরণ ঠিক হবে না।

বৃহস্পতিবার (২ মে) ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘দুর্বল ব্যাংককে ভালো ব্যাংকে পরিণত করার একমাত্র পথ মার্জার নয়, আরও পথ আছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বারবার ঋণ পুনঃতফসিল করার কারণে ব্যাংকিং খাতে তারল্য সংকট দেখা দিয়েছে। এ সংকট দূর করতে কেন্দ্রীয় ব্যাংক নানান উপায়ে টাকা ছাপিয়ে মার্কেটে দিচ্ছে- এ কারণেই মূল্যস্ফীতি কমছে না।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়