Apan Desh | আপন দেশ

প্রায় শত কোটি ডলার রেমিট্যান্স এসেছে দুই সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৬, ১৬ জুলাই ২০২৩

আপডেট: ২০:৫৯, ১ আগস্ট ২০২৩

প্রায় শত কোটি ডলার রেমিট্যান্স এসেছে দুই সপ্তাহে

-ফাইল ছবি

চলতি জুলাই মাসের প্রথম দুই সপ্তাহে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৯৯ কোটি ৫৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি ১০৮০১ কোটি টাকা প্রায়। দৈনিক গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ১১ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে রোববার (১৬ জুলাই) এ তথ্য জানা গেছে।

দেশে এখনো চলছে তীব্র ডলার সংকট। কারই মধ্যে জরুরি আমদানি ব্যয় মেটাতে প্রতিনিয়ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। ফলে রিজার্ভেও টান পড়ছে। নেট রিজার্ভ (আইএমএফ হিসাব পদ্ধতি) কমে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে। এ অবস্থায় রেমিট্যান্সের এমন গতিকে সুখবরই বলা যায়। অর্থবছরের প্রথম মাসের ১৪ দিনে পাঠানো প্রবাসী আয়ের এই ধারাকে ইতিবাচক মনে করছে প্রবাসী আয় সংগ্রহকারী বাণিজ্যিক ব্যাংকগুলো।

গত মাসে (জুন) প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছিলেন ২১৯ কোটি ৯০ লাখ ১০ হাজার ডলার। চলতি মাসেও প্রবাসীরা এই ধারা অব্যাহত রাখলে মাস শেষে জুলাইয়েও প্রবাসী আয় দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

>>> আরও পড়ুন: ২০২২-২৩ অর্থবছরে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের ১৪ দিনে দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১২ কোটি ৭২ লাখ ৪০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৯৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৮২ কোটি ৫১ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

অপরদিকে বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা দেশে মোট ২ হাজার ১৬১ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি এ যাবৎকালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে করোনাকালীন ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ দুই হাজার ৪৭৭ কোটি ডলারের রেমিটেন্স এসেছিল দেশে।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়