Apan Desh | আপন দেশ

ডিবির ড্রেস পরে বাসে আগুন দেয়া ব্যক্তিকে খুঁজছি: ডিবি প্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪০, ২৯ অক্টোবর ২০২৩

ডিবির ড্রেস পরে বাসে আগুন দেয়া ব্যক্তিকে খুঁজছি: ডিবি প্রধান

ফাইল ছবি

ডিবির পোশাক পরে বাসে আগুন দেয়ার বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন অর রশিদ বলেছেন, ‘আমরা অনেক সময় শুনি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ডিবির ড্রেস পরে ডাকাতি করা হয়েছে, ছিনতাই করা হয়েছে। আমরা ওই ডাকাতদের গ্রেফতার করেছি। একই ভাবে যে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ড্রেস পরে অথবা ডিবির ড্রেস পড়ে বাসে আগুন দিয়েছে, তাকে আমরা খুঁজছি। খুব দ্রুতই তাকে গ্রেফতার করব এবং আমি মনে করি, এরা অপরাধী। তাদের বিরুদ্ধে মামলা রুজু হবে।’

আরও পড়ুন <> নারায়ণগঞ্জে পুলিশ-যুবদল সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

শনিবার রাতে ডিবি প্রধান এসব কথা বলেন। ডিবি প্রধান আরও বলেন, পুলিশের যতগুলো গাড়িতে আগুন দেয়া হয়েছে, তেমনিভাবে এই গাড়িতেও আগুন দেয়া হয়েছে। রাজারবাগ পুলিশ হাসপাতালের সব অ্যাম্বুলেন্সে আগুন দেয়া হয়েছে। যারা এ কাজ করেছে তারাই ওই কাজটা করেছে। একটা ড্রেস পরিয়ে বিষয়টাকে ভিন্ন খাতে নেয়ার পায়তারা যারা করছেন, তারা সফল হবেন না। প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়