Apan Desh | আপন দেশ

নারায়ণগঞ্জে পুলিশ-যুবদল সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৯, ২৯ অক্টোবর ২০২৩

নারায়ণগঞ্জে পুলিশ-যুবদল সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে যুবদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার সময় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২৯ অক্টোবর) সকালে শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল। তারা যুবদলের কর্মী বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্যসচিব সাহেদ আহমেদ বলেন, আমাদের নেতাকর্মীরা নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এলাকায় হরতালের সমর্থনে মিছিলের জন্য জড়ো হচ্ছিলেন। তখন পুলিশ আমাদের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল গুলিবিদ্ধ হয়।

আরও পড়ুন <> গাজায় নিহত ৮ হাজার ছাড়ালো, অর্ধেকই শিশু

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দিতে গেলে তারা ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়তে হয়।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়