Apan Desh | আপন দেশ

সাঈদীর গায়েবানা জানাজা নিয়ে উত্তপ্ত বায়তুল মোকাররম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৫, ১৫ আগস্ট ২০২৩

সাঈদীর গায়েবানা জানাজা নিয়ে উত্তপ্ত বায়তুল মোকাররম

ছবি: সংগৃহীত

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ আগস্ট) রাতে ইন্তেকাল করেছেন জামায়াত নেতা ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। তার মৃত্যুর পর থেকে রাজধানীর পরিস্থিতি বেশ উত্তপ্ত রয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) ভক্ত-সমর্থকরা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার গায়েবানা জানাজা করতে চাইলে বাধ সাধে পুলিশ। কিন্তু তারা প্রিয় নেতার গায়েবানা জানাজার ব্যাপারে অনঢ় থাকেন।

এমন পরিস্থিতিতে জোহর নামাজের সময় বায়তুল মোকাররমের সামনে অবস্থান নেন তারা। জোর করে গায়েবানা জানাজাও আদায় করেন। ফলে বর্তমানে ওই এলাকায় উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।

জানা গেছে, বায়তুল মোকাররমের সামনে জামায়াতের অনুসারীরা গায়েবানা জানাজা আদায়ের পর পুলিশের সঙ্গে তাদের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মসজিদের উত্তর গেট দিয়ে পুলিশ কয়েক দফা থেমে থেমে  ভেতর ঢোকার চেষ্টা করে জামায়াতের অনুসারীদের ছত্রভঙ্গ করার জন্য। সেখান থেকে কেউ বের হয়ে এলে তাকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য, যাদের আটক করা হয়েছে, থানায় নেওয়ার পর তাদের ব্যাপারে যাচাই করা হবে। কোনো ঝামেলা না থাকলে ছেড়ে দেয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জোহরের নামাজের আগে দেওয়া খুৎবায় ১৫ আগস্ট নিয়ে কথা বলছিলেন ইমাম। এ সময় মসজিদের ভেতর থেকে কয়েকজন জুতা নিক্ষেপ করে। এরপরই জামায়াতের লোকেরা জোর করে সাঈদীর গায়েবানা জানাজা আদায় করেন। তখন পুলিশ এলে তাদের সঙ্গে জামায়াতের অনুসারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। মূলত এ সময় থেকেই পরিস্থিতি উত্তপ্ত হওয়া শুরু করে।

পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার গোলাম রোহানী বলেন, দুপুর দুইটার দিকে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ জামায়াতের চার কর্মীকে আটক করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ করছি।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কালশী ট্রাফিক বক্সে আগুন দিয়েছে আন্দোলনরত অটোরিকশা চালকরা বিএনপি নেতা ইশরাক কারাগারে মিরপুরে পুলিশ-অটোরিকশা চালকদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: ওবায়দুল কাদের বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন কেএনএ সদস্য নিহত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের উদ্যোক্তা হতে বললেন গুরুত্বপূর্ণ সফরে ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং রাজধানীর আগারগাঁও ও মিরপুর ১০ নম্বরে অটোরিকশা চালকদের বিক্ষোভ, মেট্রো স্টেশনের প্রবেশপথে তালা পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী ঢাকাসহ ১০ অঞ্চলের উপর দিয়ে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা জো বাইডেনের ‘ড্রাগ টেস্ট’ করতে বললেন ডোনাল্ড ট্রাম্প লিওনেল মেসির ইন্টার মায়ামি হারাল ডিসি ইউনাইটেডকে