Apan Desh | আপন দেশ

রাজধানী দয়াগঞ্জে থেকে বিএনপির গণমিছিল শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৩, ১৮ আগস্ট ২০২৩

আপডেট: ১৬:৫০, ১৮ আগস্ট ২০২৩

রাজধানী দয়াগঞ্জে থেকে বিএনপির গণমিছিল শুরু

ছবি : সংগৃহীত

একদফা একদাবি সরকার পদত্যাগের উদ্ধেশ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত গণমিছিল রাজধানীর দয়াগঞ্জ মোড় থেকে শুরু হয়েছে। শুরুর আগে দয়াগঞ্জ মোড় ও আশপাশে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। 

শুক্রবার (১৮ আগস্ট) বেলা তিনটা থেকে গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। সেখানে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দিয়েছেন। 

জুমার নামাজের পর নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণমিছিলে জড়ো হন। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সময় জিয়াউর রহমান ছিলেন ডেপুটি প্রধান: মির্জা ফখরুল

বিকেল চারটায় গণমিছিল শুরু হয়েছে। গণমিছিল সায়েদাবাদ ব্রিজ, ধলপুর কমিউনিটি সেন্টার, গোলাপবাগ, কমলাপুর, বৌদ্ধমন্দির হয়ে খিলগাঁও, শাজাহানপুর, ফকিরাপুল হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে। এতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মহানগর দক্ষিণ বিএনপির নেতারা।

এছাড়াও একই সময়ে গুলশান-২ থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি গণমিছিল শুরু করবে। এটি গুলশান-১, তিতুমীর কলেজ হয়ে মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে। এতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ মহানগর উত্তর বিএনপির নেতারা।

পৃথক দুটি গণমিছিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় সিনিয়র নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও অংশ নিয়েছেন।

গত ১২ জুলাই বিএনপিসহ সমমনা জোটগুলো যুগপৎভাবে এক দফার ঘোষণা দেয়। এই এক দফার মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরসহ নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠান। এরপর তারা গত ২৮ জুলাই যুগপৎভাবে ঢাকায় মহাসমাবেশ, ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি এবং ঢাকায় গত ১১ আগস্ট গণমিছিল করেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কালশী ট্রাফিক বক্সে আগুন দিয়েছে আন্দোলনরত অটোরিকশা চালকরা বিএনপি নেতা ইশরাক কারাগারে মিরপুরে পুলিশ-অটোরিকশা চালকদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: ওবায়দুল কাদের বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন কেএনএ সদস্য নিহত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের উদ্যোক্তা হতে বললেন গুরুত্বপূর্ণ সফরে ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং রাজধানীর আগারগাঁও ও মিরপুর ১০ নম্বরে অটোরিকশা চালকদের বিক্ষোভ, মেট্রো স্টেশনের প্রবেশপথে তালা পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী ঢাকাসহ ১০ অঞ্চলের উপর দিয়ে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা জো বাইডেনের ‘ড্রাগ টেস্ট’ করতে বললেন ডোনাল্ড ট্রাম্প লিওনেল মেসির ইন্টার মায়ামি হারাল ডিসি ইউনাইটেডকে