Apan Desh | আপন দেশ

‘দ্রব্যমূল্য বাড়লে সরকার দায় এড়াতে পারে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১২, ২১ জানুয়ারি ২০২৪

‘দ্রব্যমূল্য বাড়লে সরকার দায় এড়াতে পারে না’

ওবায়দুল কাদের। পুরোনো ছবি

ভোটের পর নয়া সরকারের মন্ত্রীরা বাজার নিয়ন্ত্রণে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। দৃশ্যত লাভ হয়নি। বরং নির্বাচনের পর প্রায় সব জিনিসেরই দাম বেড়েছে। এ নিয়ে রোববার (২১ জানুয়ারি) কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার যথাসাধ্য চেষ্টা করছে। দ্রব্যমূল্য বাড়লে তার দায় সরকার এড়াতে পারে না।’

সেতুমন্ত্রী বলেন, ‘সারা পৃথিবী জুড়েই দ্রব্যমূল্য পরিস্থিতি জটিল অবস্থার মধ্যে রয়েছে। যুদ্ধ বাড়ছে, পণ্যের দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে।’

তিনি বলেন, ‘জাতিসংঘের মহাসচিব ও কমনওয়েলথের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়েছে। বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নতুন সরকারকে অভিনন্দন জানাবে এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া। সরকারকে একের পর এক অভিনন্দন বার্তায় হিংসার আগুনে জ্বলছে বিএনপি।’

আরও পড়ুন>> কিশোরী প্রেমিকা অন্তসত্ত্বা, প্রেমিক গ্রেফতার

তিনি আরও বলেন,‘বিএনপির তথাকথিত আন্দোলনের সুনির্দিষ্ট কোনো রূপরেখা কেউ দেখেনি, এবং তাদের আন্দোলনের বিষয়টি স্পষ্ট না। বারবার তথাকথিত আন্দোলনের ডাক দিয়ে ব্যর্থ, এখন রাজনৈতিক আন্দোলনকে হাসি-তামাশায় পরিণত করেছে।’

‘বিএনপির আন্দোলন এখন তাদের দেশে-বিদেশে হাসি-তামাশার পাত্রে পরিণত করেছে। আসলে তাদের আন্দোলনের কথা শুনলে এখন ঘোড়াও হাসে।’

‘তাদের তথাকথিত আন্দোলন দেশ ও দেশের গণতান্ত্রিক সংস্কৃতি ধ্বংসের পাঁয়তারা’, মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আন্দোলনের নামে কোনো ধরনের সন্ত্রাসী কাজে জড়ালে ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়