Apan Desh | আপন দেশ

কুমিল্লায় বিএনপি মহাসচিবের গাড়ি বহরে হামলা, ভাঙচুর, আহত অর্ধশতাধিক

কুমিল্লাহ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪০, ১৫ জুলাই ২০২৩

আপডেট: ১৫:৪৭, ১৫ জুলাই ২০২৩

কুমিল্লায় বিএনপি মহাসচিবের গাড়ি বহরে হামলা, ভাঙচুর, আহত অর্ধশতাধিক

ভাঙচুর কা একটি গাড়ী

কুমিল্লার লাকসাম উপজেলায় বিএনপি নেতা-কর্মীদের গাড়িবহরে হামলা হয়েছে। হামলার শিকার নেতা-কর্মীরা সবাই নোয়াখালীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদযাত্রায় অংশ নিতে যাচ্ছিলেন। আওয়ামী লীগের সহযোগী কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি।

হামলায় বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে কয়েকটি মাইক্রোবাস। আজ শুক্রবার ( ১৪ জুলাই) দুপুরে লাকসাম জংশন বাসস্ট্যান্ড ও বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। 

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, বিকেলে নোয়াখালীতে বিএনপির মহাসচিবের পদযাত্রার কর্মসূচি ছিল। তিনি ফেনী হয়ে নোয়াখালী যান। কর্মসূচিতে অংশ নিতে কুমিল্লা উত্তর জেলা ও মুরাদনগর উপজেলা বিএনপির নেতা-কর্মীরা ২০টি মাইক্রোবাসে করে লাকসাম হয়ে নোয়াখালী যাচ্ছিলেন। বেলা একটার দিকে তারা লাকসাম জংশন বাসস্ট্যান্ড ও বাইপাস এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাদের মাইক্রোবাসে হামলা করেন।েএ সময় হামলাকারীরা ২০টি মাইক্রোবাস ভাঙচুর এবং বিএনপি নেতা-কর্মীদের পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এতে অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

লাকসাম পৌরসভার মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আবুল খায়ের, লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নিজাম উদ্দিন ও কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয় যুবলীগ নেতা ওমর ফারুকের নেতৃত্বে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই হামলা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মোস্তাক মিয়া। এসব নেতার সবাই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের অনুসারী হিসেবে পরিচিত।

লাকসাম উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২১ জুন রাতে লাকসাম পৌর এলাকায় ছাত্রলীগের তিনজন নেতাকে কুপিয়ে জখম করে ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতা-কর্মীরা। এর মধ্যে ছাত্রলীগের সহ-সভাপতি ইফতেখার অনিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার জেরে লাকসামে বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালামের বাড়ি হামলা ও ভাঙচুর হয়। এ নিয়ে গত ২৬ জুন ঢাকায় এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম কথা বলেন। তার বক্তব্যের পরদিন কুমিল্লা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন লাকসাম উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সেখানে তারা মির্জা ফখরুল মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেন।

লাকসাম আওয়ামী লীগের নেতা-কর্মীরা আরও জানান, শুক্রবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর লাকসামের ওপর দিয়ে নোয়াখালীর কর্মসূচিতে যাবেন-এমন খবরে তারা ফখরুলকে প্রতিহত করার সিদ্ধান্ত নেন। এ জন্য তারা সকাল থেকে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের লাকসাম পৌরসভার সাতটি স্থানে জড়ো হন। কিন্তু মির্জা ফখরুল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে ফেনী দিয়ে নোয়াখালী যান। পরে ওই কর্মসূচিতে যোগ দেয়ার জন্য মুরাদনগর থেকে যে মাইক্রোবাসগুলো লাকসাম হয়ে যাচ্ছিল, সেগুলো আটকান আওয়ামী লীগপন্থী নেতা-কর্মীরা।

এই হামলায় মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাছির উদ্দিন, কৃষক দলের আহ্বায়ক নায়েব আলী, মুরাদনগর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি বশিরুল ইসলাম মোল্লা, কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বাদশাসহ ৫০ জন আহত হন বলে বিএনপি নেতারা দাবি করেন।

মোল্লা মুজিবুল হক বলেন, নোয়াখালী যাওয়ার পথে লাকসামে হঠাৎ করে মাইক্রোবাস ভাঙচুর করে সরকারদলীয় ক্যাডাররা। এ ঘটনায় আমাদের কর্মী দেলোয়ার আহত হন। এই খবর পেয়ে তার বাবা আবুল কাশেম হার্ট ফেল করে মারা যান। আমরা এর বিচার চাই।

অভিযোগের বিষয়ে কথা বলতে লাকসাম পৌরসভার মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আবুল খায়েরের সঙ্গে ফোনে যোগাযোগ সম্ভব হয়নি। তবে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো তাজুল ইসলাম তার ফেসবুক পেজে এ ঘটনা নিয়ে এক পোস্ট দেন। এতে তিনি লেখেন,

‘বাংলাদেশে সকল দলের ও মতের রাজনীতি করার অধিকার আছে। শান্তিপূর্ণ লাকসামে যেমনিভাবে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া যাবে না, তেমনিভাবে লাকসামের ওপর দিয়ে আসা–যাওয়ার পথে অন্য কোনো দলের কাউকে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি অথবা কারও প্রতি অসম্মানজনক আচরণ করা যাবে না। লাকসামের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সব নেতা-কর্মীকে এসব বিষয় মেনে চলার জন্য আমি নির্দেশ করছি।’

এর আগে গত বছর মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী বরকত উল্লাহ বুলুর ওপর হামলা করেন স্থানীয় সরকারমন্ত্রীর অনুসারীরা।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, হামলার ঘটনা নিয়ে কেউ কোনো ধরনের অভিযোগ করেননি। গাড়ি ভাঙচুর ও হামলার বিষয়টি তিনি সাংবাদিকদের কাছ থেকে শুনেছেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়