Apan Desh | আপন দেশ

বিসিবির কাছে ক্ষমা চেয়েছেন তানজিম সাকিব

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:১৫, ১৯ সেপ্টেম্বর ২০২৩

বিসিবির কাছে ক্ষমা চেয়েছেন তানজিম সাকিব

তানজিম সাকিব -ফাইল ছবি

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত স্ট্যাটাসের বিষয়ে ক্ষমা চেয়েছেন জাতীয় দলে নদ্য অভিষিক্ত তরুণ পেসার তানজিম হাসান। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় সাংবাদিকদের এ কথা জানান।

 তিনি বলেন, আমাদের ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে তানজিমের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে, ওর সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া বিভাগ থেকেও যোগাযোগ করা হয়েছে। তাকে আমরা বিষয়টি অবগত করেছি। যেসব পোস্ট তার ফেসবুকে এসেছে…তার বক্তব্য হচ্ছে, কাউকে আঘাত করার জন্য এই পোস্ট দেয়া নয়। সে যে পোস্ট দিয়েছে, তা নিজে থেকে দিয়েছে, কাউকে উদ্দেশ করে, কিছু টার্গেট করে এই পোস্ট দেয়া হয়নি। এটা দেয়ার কারণে যদি কারও মনে আঘাত লেগে থাকে, তাহলে সে সেটার জন্য দুঃখিত।

তানজিমের ফেসবুক পেজের বেশ কিছু পুরোনো স্ট্যাটাস নিয়ে গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হচ্ছে। এর মধ্যে কর্মজীবী নারীদের নিয়ে দেয়া একটি স্ট্যাটাসই বেশি সমালোচিত হচ্ছে। কর্মজীবী নারীরাই এর প্রতিবাদ করছেন বেশি। অনেকেই শাস্তির দাবি জানিয়েছেন। এমনকি কেউ কেউ আইসিসির কোড অব কন্ডাক্টেরও দোহাই দিচ্ছেন। এনিয়ে জালাল ইউনুস বলেন, ‘সে (তানজিম) মনে করে… একটা কথা এসেছে নারীর ব্যাপারে, সে বলেছে এটার দায়দায়িত্ব সে নিচ্ছে। এটা পুরোটাই সে ডিনাই (অস্বীকার) করেছে। সে বলেছে, তার মা একজন নারী। সুতরাং সে কোনোদিনই নারীবিদ্বেষী হতে পারে না। এটাই হচ্ছে তার বক্তব্য। আমরা তাকে বলেছি, ভবিষ্যতে সতর্ক থাকার জন্য। ভবিষ্যতে যদি কোনো পোস্ট দিয়ে থাকে, সেটা ক্রিকেট বোর্ড থেকে পর্যবেক্ষণ করা হবে।’

তানজিম প্রকাশ্যে ক্ষমা চাইবে কিনা জানতে চাইলে জালাল ইউনুস বলেন, ‘ক্ষমা সে আমাদের কাছে চেয়েছে। প্রকাশ্যে করার কথা বলা হয়নি। ক্ষমা আমাদের কাছে চেয়েছে। যদি থাকে (প্রকাশ্যে ক্ষমা চাওয়ার মত) ওই রকম কোনো সমস্যা, তাহলে আমরা অবশ্যই তাকে সেই সহায়তা করব।’

তানজিম কোন ধ্যানধারণার অনুসারী, সে প্রশ্নও উঠেছে। বিসিবির কাছে এ বিষয়টি গুরুত্বপূর্ণ কি না, এমন এক প্রশ্নের উত্তরে জালাল ইউনুস বলেছেন, ‘অবশ্যই গুরুত্বপূর্ণ। সেদিকে আমাদের নজর আছে। আমরা পর্যবেক্ষণ করব তাকে। অবশ্যই পর্যবেক্ষণ করব। এই মুহূর্তে সে যেটা বলেছে, তার পরিবারও খুবই শঙ্কিত এ ব্যাপারে। তারাও এ ধরনের একটা পরিস্থিতি হবে, আশা করেনি। তারাও দুঃখ প্রকাশ করেছে। যেহেতু সামনে বিশ্বকাপ আছে, একটা তরুণ ছেলে এবং বয়স কম আপনারা জানেন। তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের কোনো পোস্ট না দেওয়া হয়। আমরা খেয়াল করি, দেখি, পর্যবেক্ষণ করি। যদি কিছু থাকে, তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নেব।’

তরুণ এই ক্রিকেটার কার সঙ্গে মেশেন, সেটাও বিসিবি নজরে রাখবে উল্লেখ করে তিনি বলেন, ‘সে কারও সঙ্গে মেশে না। সে যা (পোস্ট) দিয়েছে, নিজে থেকে দিয়েছে। যদি ভবিষ্যতে কোনো কার্যক্রম থাকে, আমরা বলেছি আমরা পর্যবেক্ষণ করব।’

শুধু নারীবিদ্বেষী নয়, তানজিম অন্য একাধিক বিষয়ে বিতর্কিত স্ট্যাটাস দিয়েছেন। জাতীয় সংগীত গাওয়া ও জাতীয় দিবস পালন করা উচিত নয়, এমন পোস্ট দিয়েছেন। জালাল ইউনুস এ ব্যাপারে বলেছেন, ‘যখন একবার সে বলেছে, পোস্ট নিয়ে সে দুঃখিত, তার মানে সে দুঃখিত। সেটা সে অনুভব করেই বলেছে।’

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কালশী ট্রাফিক বক্সে আগুন দিয়েছে আন্দোলনরত অটোরিকশা চালকরা বিএনপি নেতা ইশরাক কারাগারে মিরপুরে পুলিশ-অটোরিকশা চালকদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: ওবায়দুল কাদের বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন কেএনএ সদস্য নিহত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের উদ্যোক্তা হতে বললেন গুরুত্বপূর্ণ সফরে ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং রাজধানীর আগারগাঁও ও মিরপুর ১০ নম্বরে অটোরিকশা চালকদের বিক্ষোভ, মেট্রো স্টেশনের প্রবেশপথে তালা পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী ঢাকাসহ ১০ অঞ্চলের উপর দিয়ে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা জো বাইডেনের ‘ড্রাগ টেস্ট’ করতে বললেন ডোনাল্ড ট্রাম্প লিওনেল মেসির ইন্টার মায়ামি হারাল ডিসি ইউনাইটেডকে