Apan Desh | আপন দেশ

বর্ণবৈষম্যের অভিজ্ঞতা জানালেন এনটিনি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:০৫, ৬ ফেব্রুয়ারি ২০২৪

বর্ণবৈষম্যের অভিজ্ঞতা জানালেন এনটিনি

ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকা দলে প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার মাখায় এনটিনি। প্রোটিয়াদের হয়ে ১৩ বছরের ক্যারিয়ার শেষে কিংবদন্তি হিসেবে বিদায় নিয়েছেন। সাবেক ডানহাতি পেসার টেস্টে ৩৯০টি ও ওয়ানডেতে ২৬৬টি উইকেটের মালিক। তবে জাতীয় দলে মাঠের লড়াইয়ের পাশাপাশি নিজের শরীরের রং নিয়েও লড়েছেন এই তারকা।

দলে একঘরে ছিলেন এনটিনি। বর্ণবৈষম্যের কারণে অনেক কিছু সহ্য করেছেন। এবার তার কঠিন সময় নিয়ে মুখ খুলেছেন এনটিনির ছেলে থান্ডো। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দলে সব সময় নিজের প্রাণ বাঁচানোর জন্য বাবাকে লড়তে হত। দলে একমাত্র কৃষ্ণাঙ্গ হওয়ায় অনেক কিছু সহ্য করতে হয়েছে বাবাকে। দলে একঘরে করে রাখা হয়েছিল বাবাকে। এত ভালো এক জন ক্রিকেটারের অনেক বেশি সম্মান প্রাপ্য ছিল। বাবা সেটা পায়নি।’

এর আগে ২০২০ সালের একটি সাক্ষাৎকারে নিজের খেলোয়াড় জীবনের কথা জানিয়েছিলেন এনটিনি নিজেও। তিনি বলেছিলেন, ‘আমি দলে সবসময় একা থাকতাম। কেউ আমাকে খেতে যেতে বলত না। দলের সবাইকে দেখতাম আমার সামনেই নানা রকম পরিকল্পনা করছে। ঘুরতে যাচ্ছে। কিন্তু আমাকে কেউ আমন্ত্রণ করত না। এমনকি, খাবার টেবিলে আমার কাছেও কেউ বসত না।’

আরও পড়ুন <> বিশ্বকাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচ মেক্সিকোতে, ফাইনাল নিউ ইয়র্কে

এনটিনির এমন পরিস্থিতি হয়েছিল যে দলের বাকিদের সঙ্গে এক বাসে যেতেও ভয় পেতেন। তিনি বলেন, ‘আমি দেখতাম বাসের চালক কে আছে? তার কাছে আমার ব্যাগ দিয়ে দিতাম। তারপর হোটেল থেকে দৌড়ে মাঠে চলে যেতাম। মাঠ বেশি দূরে হলে অন্য কোনো গাড়ি ভাড়া করে যেতাম। ফেরার সময়ও সেটিই করতাম।’

যদিও দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে বর্ণবৈষম্যের অভিযোগ নতুন নয়। কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের মাঝেমধ্যেই সমস্যায় পড়তে হয়। এখন দলের কৃষ্ণাঙ্গ ক্রিকেটারের সংখ্যা অনেক বেশি। বর্ণবৈষম্য রুখতে বেশ কিছু নিয়ম করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। টেম্বা বাভুমার মতো কৃষ্ণাঙ্গ ক্রিকেটার দলকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু তার পরেও মাঝেমধ্যে বর্ণবৈষম্যের অভিযোগ ফিরে ফিরে আসে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়